Share Market News: ৭৭ হাজারের আগে দাঁড়িয়ে সেনসেক্স, সুখবর দিচ্ছে ভারতের বাজার

Stock Market: আজ ৫৩০ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ৯৫২ পয়েন্ট বেড়েছে এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ সূচক।

Share Market News: ৭৭ হাজারের আগে দাঁড়িয়ে সেনসেক্স, সুখবর দিচ্ছে ভারতের বাজার
Image Credit source: Getty Images

Mar 21, 2025 | 5:24 PM

আজ ২১ মার্চ, গত ১ সপ্তাহ ধরে ক্রমাগত বাড়ছে ভারতের শেয়ার বাজারের সূচক। আজ ১৫৯ পয়েন্ট বেড়েছে ২৩,৩৫০-এ পৌঁছে গিয়েছে নিফটি ৫০। দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স আজ বেড়েছে ৫৫৭ পয়েন্ট।

আজ ৫৩০ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। বেড়েছে নিফটি আইটির মতো সূচকও। ৯৫২ পয়েন্ট বেড়েছে এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ সূচক। ৫৪৬ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০। ৬৬৫ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্সও।

ভারতের বাজারের এই ভাল সময়ে ধাক্কা খাচ্ছে বিভিন্ন বৈদেশিক সূচক। ৭৪ পয়েন্ট পড়েছে জাপানের সূচক নিক্কেই। ৫৩০ পয়েন্ট পড়েছে চিনা সূচক হ্যাংসেং।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে ভালোর এস্টেট, বালু ফোর্জ ইন্ডাস্ট্রিজ ও আয়ন-টেক সলিউশনসের শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে এসএমএল ইসুজু ও আরমান ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ কোনও সংস্থা লোয়ার সার্কিট হিট করেনি। যদিও সর্বোচ্চ ৬.২২ শতাংশ পড়েছে শ্রী তিরুপতি বালাজি অ্যাগ্রো। এ ছাড়াও আজ পড়েছে গ্রিনল্যাম ইন্ডাস্ট্রিজ, রেমন্ড লাইফস্টাইল, ক্রিসিল ও রিলায়েন্স কমিউনিকেশনসের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ১ টাকা ৩০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে সিজি পাওয়ার।
  • আজ ১:১০ অনুপাতে স্প্লিট হয়েছে শুক্র ফার্মা।
  • ২ টাকা ৩০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে এনএমডিসি।
  • আজ ১:১ অনুপাতে বোনাস দিয়েছে গ্রিনল্যাম ইন্ডাস্ট্রিজ।
  • শেয়ার প্রতি ৮০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে আইআরএফসি
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে একাধিক সংস্থা। এর মধ্যে চম্বল ফার্টিলাইজার্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অবন্তী ফিডস, শ্রী সিমেন্টস, বাজাজ ফাইন্যান্স, মনপ্পুরম ফাইন্যান্স উল্লেখযোগ্য।

*২১ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।