Share Market: দালাল স্ট্রিটে নয়া রেকর্ড, ৮২ হাজারে শিখর ছুঁল Sensex, রেকর্ড গড়ল Nifty-ও

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 02, 2024 | 1:04 PM

Sensex-Nifty: এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্স ১৫৫.৩২ সূচক বেড়ে ৮২,৫২১.০৯ অঙ্কে পৌঁছয়। এনসিই নিফটি৫০ সূচক ৭৭.০ অঙ্ক বেড়ে ২৫,৩১৩.১০ অঙ্কে পৌঁছয়।

Share Market: দালাল স্ট্রিটে নয়া রেকর্ড,  ৮২ হাজারে শিখর ছুঁল Sensex, রেকর্ড গড়ল Nifty-ও
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: মাসের শুরুতেই শেয়ার বাজারে রেকর্ড। বাজার খুলতেই হু হু করে চড়ল সেনসেক্সের পারদ। রেকর্ড উচ্চতায় পৌঁছেছে নিফটিও। সোমবার শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ৮২,৭২৫.২৮ -এ পৌঁছয়। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ সূচক। নিফটি৫০-ও সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছে ২৫,৩৩৩.২৮ -এ।

টানা ১২ দিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল নিফটি। শুক্রবারও রেকর্ড উচ্চতায় পৌঁছয় সেনসেক্স-নিফটির সূচক। এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্স ১৫৫.৩২ সূচক বেড়ে ৮২,৫২১.০৯ অঙ্কে পৌঁছয়। এনসিই নিফটি৫০ সূচক ৭৭.০ অঙ্ক বেড়ে ২৫,৩১৩.১০ অঙ্কে পৌঁছয়।

সেনসেক্স-নিফটি ঊর্ধ্বমুখী হতেই লাভের মুখ দেখেছে একাধিক সংস্থা। হিরো মোটোকর্পের (Hero Motocorp) শেয়ার ২.৫০ শতাংশ বৃদ্ধি হয়েছে। বাজাজ অটো(Bajaj Auto)-র শেয়ার দরও ২.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এইচডিএফসি লাইফ (HDFC Life)-র শেয়ার ১.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টাটা কনজিউমার প্রোডাক্ট ও এসবিআই লাইফ (SBI Life)-র শেয়ারও যথাক্রমে ১.৬৬ শতাংশ ও ১.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই খবরটিও পড়ুন

অন্যদিকে, আজ সবথেকে বেশি ক্ষতির মুখ দেখেছে টাটা মোটরস। ১.৪৪ শতাংশ শেয়ার পতন হয়েছে। হিন্দালকোর শেয়ার ১.১৩ শতাংশ পতন হয়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ডঃ রেড্ডিজ ল্যাবরেটরি এবং ওএনজিসি-র শেয়ারেও পতন হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article