Share Market Today: শুরুতেই সেনসেক্সে ৫৫০ পয়েন্ট পতন, পড়ল নিফটিও, টানা শেয়ার পতনে মুখ ভার দালাল স্ট্রিটে

Sensex-Nifty: এ দিন সকালেই শেয়ার বাজার খুলতেই, সকাল ৯টা ২০ মিনিটে নিফটি ৫০ ০.৪ শতাংশ কমে ১৯,৮১৬ অঙ্কে পৌঁছয়। বিএসই সেনসেক্সও ০.৫ শতাংশ কমে ৬৬,৫০৩.৬৩ অঙ্কে পৌঁছয়। যে পাঁচটি সংস্থা সবথেকে বেশি লাভের মুখ দেখেছে, তা হল হিন্দালকো, ইউপিএল, আদানি পোর্ট, ডঃ রেড্ডিস ও আদানি এন্টারপ্রাইজ।

Share Market Today: শুরুতেই সেনসেক্সে ৫৫০ পয়েন্ট পতন, পড়ল নিফটিও, টানা শেয়ার পতনে মুখ ভার দালাল স্ট্রিটে
অলঙ্করণ: অভীক দেবনাথImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 12:53 PM

মুম্বই: পুজো-উৎসবের রেশ থাকলেও, মন্দা কাটছে না দালাল স্ট্রিটে। চলতি সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী ছিল শেয়ারের সূচক, আজ সকালেও শেয়ার বাজার খুলতেই পতন হল সেনসেক্স-নিফটির (Sensex-Nifty) সূচকে। এ দিন সকালে সেনসেক্সের সূচকে ৫৫০ পয়েন্ট পতন হয়। নিফটিও কমে ১৯,৭৫০ অঙ্কে এসে দাঁড়িয়েছে। গত ৮ সেপ্টেম্বরের পর এই প্রথম নিফটি ৫০-র সূচক এত কমে গেল। বাজার খোলার পর প্রথম দুই ঘণ্টায় আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) ও টিসিএসের (TCS) শেয়ার দর নিম্নমুখী রয়েছে। আজ বিশেষ নজরে থাকবে  এসজেভিএন, এইচডিএফসি ব্যাঙ্ক ও ভেন্দাতা।

এ দিন সকালেই শেয়ার বাজার খুলতেই, সকাল ৯টা ২০ মিনিটে নিফটি ৫০ ০.৪ শতাংশ কমে ১৯,৮১৬ অঙ্কে পৌঁছয়। বিএসই সেনসেক্সও ০.৫ শতাংশ কমে ৬৬,৫০৩.৬৩ অঙ্কে পৌঁছয়। গতকালের তুলনায় আজ শেয়ার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও, বর্তমানে শেয়ার বাজারে, বিশেষ করে ব্যাঙ্কিং, আর্থিক সংস্থা ও তথ্য প্রযুক্তি সংস্থার স্টক নিম্নমুখীই থাকবে বলে অনুমান বাজার বিশেষজ্ঞদের।

বৃহস্পতিবার নিফটি ৫০-তে যে পাঁচটি সংস্থা সবথেকে বেশি লাভের মুখ দেখেছে, তা হল হিন্দালকো, ইউপিএল, আদানি পোর্ট, ডঃ রেড্ডিস ও আদানি এন্টারপ্রাইজ। ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আরইসিএল, অজন্তা ফার্মা, বিপিসিএল ও টেক মাহিন্দ্রার শেয়ারদরও ঊর্ধ্বমুখী। অন্যদিকে, ক্ষতির মুখে পড়েছে এইচসিএল টেক, আইসিআইসিআই ব্য়াঙ্ক, টিসিএস, গ্রাসিম, কেপিআইটি টেক, অ্যাপোলো টায়ারস, হিন্দুস্তান কপার, বাজাজ ফিনসার্ভ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আইসিআইসিআই প্রুডেনশিয়াল।

অ্য়াপোলো টায়ারসের শেয়ার পতনের অন্যতম কারণ হল গুজরাটের লিমডায় টায়ার উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, এমনটাই মত বাজার বিশেষজ্ঞদের।