
সকাল সকাল শেয়ার বাজার খুলতেই ধাক্কা খেলেন বিনিয়োগকারীরা। চড়চড়িয়ে নামতে শুরু করেছে তথ্য প্রযুক্তি খাতের একাধিক একাধিক শেয়ারের দাম। কিন্তু সকাল সকাল কী এমন ঘটল যে ভারতের বাজার এমন এক ধাক্কা খেল?
বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতির ধাক্কাই এসে লেগেছে ভারতের শেয়ার বাজারে। কিন্তু ২২ সেপ্টেম্বর এমন কিছু হওয়ার কথা তো ছিল না। কারণ, এদিনই গোটা দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন জিএসটি নীতি। আর নতুন জিএসটি নীতি চালু হলে দেশজুড়ে দাম কমত একাধিক পণ্যের। ফলে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ত। আর এমন হলে চাঙ্গা হত দেশের অর্থনীতি। সেই প্রভাবেই হয়তো আজ ঊর্ধ্বমুখী হত ভারতের শেয়ার বাজার।
১৯ সেপ্টেম্বর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকায় যাঁরা কাজ করতে আসবেন তাঁরা যদি এইচ ১বি ভিসার জন্য অ্যাপ্লাই করে, তাহলে তাঁদের খরচ করতে হবে ১ লক্ষ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৮৫ লক্ষ থেকে ৯০ লক্ষ টাকা।
উল্লেখ্য, আমেরিকায় এইচ-১বি ভিসা নিয়ে কর্মরতদের মধ্যে ৭১ শতাংশই ভারতীয়। ফলে, আগামীতে ভারতীয়দের সে দেশে কাজ করতে যাওয়া নিয়ে যে চাপ বাড়বে সেই কথা বলাই বাহুল্য।