Share Market News: ট্রাম্পের ঘোষণার পরই লাফিয়ে উঠল শেয়ারের দাম, ৪৭০ পয়েন্ট উঠল ফার্মা সূচক!

Nifty 50-Sensex: ট্রাম্পের ঘোষণার পর আজ ভারতের বাজার বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। নিফটি ৫০ ও সেনসেক্সের মতো ভারতের দুই বেঞ্চমার্ক সূচক আজ পড়েছে খুবই সামান্য।

Share Market News: ট্রাম্পের ঘোষণার পরই লাফিয়ে উঠল শেয়ারের দাম, ৪৭০ পয়েন্ট উঠল ফার্মা সূচক!

Apr 03, 2025 | 10:01 PM

গতকাল নতুন পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর এই ঘোষণার পর আজ ভারতের বাজার বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। নিফটি ৫০ ও সেনসেক্সের মতো ভারতের দুই বেঞ্চমার্ক সূচক আজ পড়েছে খুবই সামান্য।

শুল্কের আওতা থেকে ওষুধের মতো দ্রব্যকে বাদ দেওয়ায় আজ চড়চড়িয়ে উঠেছে নিফটি ফার্মা সূচক। ৪৭০ পয়েন্ট উঠেছে এই সূচক। বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্ক ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক সূচকও। আজ ৩০৭ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১৫০ সূচক। ২৫৫ পয়েন্ট বেড়েছে নিফটি স্মলক্যাপ ২৫০ সূচক।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে বর্ধমান টেক্সটাইলস, বাল ফার্মা লিমিটেড ও মারাল ওভারসিজ লিমিটেড। এ ছাড়াও পড়েছে অরক্যাশপ ও অ্যাকমে ফিনট্রেড ইন্ডিয়া।

আজ পড়ল যারা:

আজ লোয়ার সার্কিট হিট করেছে পোকার্না লিমিটেড। এ ছাড়াও আজ পড়েছে অবন্তী ফিডস, গারওয়ার হাই-টেক ফিল্মস লিমিটেড, এমপিএস লিমিটেড, এমবিএল ইনফ্রার শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ ১:১ অনুপাতে বোনাস দিয়েছে এসএএল অটোমোটিভ
  • শেয়ার প্রতি ৪ টাকা ডিভিডেন্ড দিয়েছে ইউনাইটেড স্পিরিট
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে জেএসডব্লিউ হোল্ডিংস ও করোমণ্ডল ইন্টারন্যাশনাল।
  • অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস, সোনাটা সফটওয়্যার, সোনা বিএলডব্লিউ প্রেসিশন ফোর্জিংস, ডাবর ইন্ডিয়া, কাজারিয়া সেরামিকস ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

*৩ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।