নয়া দিল্লি: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী পীযূষ গোয়েল সংসদে করা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন ২০১৪ সালের পর থেকে এখনও পর্যন্ত দেশজুড়ে ২৮০০টি বিদেশি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। তিনি বলেছেন, গত সাত বছরে মোট ২৭৮৩টি কোম্পানি ভারতে নিজেদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ভারতে নিজেদের ব্যবসা বন্ধ করে দেওয়া এই বিদেশি কোম্পানিগুলি যোগাযোগ অফিস, ব্রাঞ্চ অফিস, প্রোজেক্ট অফিব বা সাবসিডরির মাধ্যমে রেজিস্টার হয়েছিল।
পীযূষ গোয়েল আরও বলেন, ভারতে এই কোম্পানিগুলির বন্ধ হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ ছিল। এর মধ্যে ব্যবসায়িক লক্ষ্য বা প্রকল্পের সমাপ্তি, প্রধান কোম্পানির পুনর্গঠন, কোম্পানির একীভূতকরণ এবং বড় কোম্পানির সিদ্ধান্তের মতো কারণও শামিল রয়েছে।
গত ৭ বছরে ১০,৭৫৬ বিদেশি কোম্পানি ভারতে শুরু করেছে ব্যবসা
তিনি বলেন, গত সাত বছরে ১০,৭৫৬টি বিদেশি কোম্পানি ভারতে নিজেদের ব্যবসা শুরু করেছে। নতুন কোম্পানিগুলির রেজিস্ট্রেশনের পর ভারতে ব্যবসা করা মোট অ্যাক্টিভ কোম্পানির সংখ্যা ১২,৪৫৮। এই পরিসংখ্যান ২০২১ এর ৩০ নভেম্বর পর্যন্ত। প্রসঙ্গত বিশ্ব ব্যাঙ্কের ইজ অব ডুইং বিজনেস ব়্যাঙ্কিয়ে ভারত এখন ১৯০ এর মধ্যে ৬৩তম স্থানে রয়েছে। গত সাত বছরে ভারত এই ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি করেছে আর ইজ অব ডুইং বিজনেস ব়্যাঙ্কিয়ে ৭৯ ধাপ উপরে উঠে এসেছে। কিন্তু দেশে বিদেশি বিনিয়োগ আনার দিক থেকে ভারতকে নিশ্চিতভাবে নিজের নীতিগুলিতে এখনও অনেক উন্নতি করতে হবে।
ইজ অব ডুইং বিজনেস ব়্যাঙ্কিং কী
কোনও দেশে বিদেশি কোম্পানিগুলি ব্যবসা শুরু করতে কতটা সমস্যায় পড়ে বা কতটা সহজে ব্যবসা শুরু করতে পারে, তা পরিমাপ করে বিশ্ব ব্যাঙ্ক ইজ অব ডুইং বিজনেস ব়্যাঙ্কিং জারি করে। এই ব়্যাঙ্কিংয়ে বিশ্ব ব্যাঙ্ক যে দেশকে সবার আগে রাখে, সেই দেশে যে কোনও বিদেশি কোম্পানির ব্যবসা শুরু করা যথেষ্ট সহজ সাধ্য হয়।
এই ব়্যাঙ্কিংয়ে সেই দেশগুলিকে পেছনে রাখা হয়, যেখানে বিদেশি কোম্পানিগুলিকে ব্যবসা শুরু করতে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এই দিক থেকে ভারতের ব়্যাঙ্কিং গড়পড়তা। যদি এটাকে খারাপ বলা না যায়, তো এটাকে খুব ভাল কিছুও বলা যাবে না।