Share Market News: সপ্তাহের প্রথম দিনেই মগডালে বাজার, ৮৫৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স!

Sensex-Nifty 50: বেঞ্চমার্ক সূচকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য সূচকগুলোও। ১,৩১৬ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১০০। নিফটি নেক্সট ৫০-ও বেড়েছে ১,১৫০ পয়েন্টের মতো। ১,১২৮ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ১,০১৪ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক।

Share Market News: সপ্তাহের প্রথম দিনেই মগডালে বাজার, ৮৫৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স!

Apr 21, 2025 | 11:44 PM

আজ সপ্তাহের প্রথম দিনেই ২৭৩ পয়েন্ট বাড়ল দেশের বেঞ্চমার্ক সূচক নিফটি ফিফটি। অন্যদিকে, ৮৫৫ পয়েন্ট বেড়েছে আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্সও।

বেঞ্চমার্ক সূচকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য সূচকগুলোও। ১,৩১৬ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১০০। নিফটি নেক্সট ৫০-ও বেড়েছে ১,১৫০ পয়েন্টের মতো। ১,১২৮ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ১,০১৪ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক।

ভারতের বাজারের সঙ্গে আজ পাল্লা দিয়েছে চিনা সূচক হ্যাংসেং। ৩৩৮ পয়েন্ট বেড়েছে এই সূচক। যদিও আজ পড়েছে জাপানি সূচক। সে দেশের শেয়ার সূচক নিক্কেই পড়েছে ৪৫০ পয়েন্ট।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে স্পন্দনা স্ফূর্তি ফাইন্যান্সিয়াল, সেল্পমেক ডিজাইন অ্যান্ড টেক, লিবার্টি শুজ, সিএসএল ফাইন্যান্স, টেক্সমো পাইপস অ্যান্ড প্রোডাক্টস।

আজ পড়ল যারা:

আজ পড়েছে অ্যাকমে ফিনন্ট্রেড ইন্ডিয়া, শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকস, সোমা টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, অর্কিডপ্লাই ডেকর জিএসসিএম টেকনোলজিস DVRS-এর শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ ১:১ অনুপাতে বোনাস দিয়েছে ক্যাপ্টেন টেকোনোকাস্ট
  • ৫:১০ অনুপাতে স্প্লিট হয়েছে রনজিৎ মেকাট্রনিক্স
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে শেখাওয়াতি ইন্ডাস্ট্রিজ, নেতৃপলস সফটওয়ার ও ইন্টারন্যাশনাল গেমল।
  • আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে টাটা ইনভেস্টমেন্ট কর্প, ইন্ডাগ রবার, শিলচর টেকনোলজিস ও জিএনএ অ্যাক্সেলস।
  • আজ ত্রৈমাসিক ও বার্ষিক ফলাফল একসঙ্গে প্রকাশ করেছে হিমাদ্রি স্পেশাল কেমিক্যালস, পিত্তি ইঞ্জিনিয়ারিং, অনন্ত রাজ, রাজরতন গ্লোবাল ওয়্যার, অলক ইন্ডাস্ট্রিজ, লোটাস চকলেট কোম্পানি, সিয়েল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আদিত্য বিড়লা মানি, মাহিন্দ্রা লজিস্টিক্স ও পার্পল ফাইন্যান্স।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে ইন্টারগ্লোব এভিয়েশন, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, আইখার মোটরস, শ্রী সিমেন্টস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাঙ্ক, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট, আইসিআইসিআই ব্যাঙ্ক।
  • আজ কোনও সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়নি।

*২১ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।