শুধু খাবার ডেলিভারির দিন শেষ, PYNG এনে বিপ্লব ঘটাল Swiggy, শেয়ারের দাম বাড়ছে হু হু করে
Swiggy: আরবান কোম্পানির মতো সংস্থাকে প্রতিযোগিতার মুখে ফেলে দেবে এই PYNG। সুইগি আর খাবার, বা মুদিখানার দ্রব্য ডেলিভারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

নয়া দিল্লি: খাদ্য সরবরাহকারী সংস্থা সুইগি (Swiggy) বর্তমানে তার ব্যবসার পরিধি প্রসার করতে শুরু করেছে। এবার তারা আনছে এক নতুন প্লাটফর্ম, যার নাম PYNG। এই খবর সামনে আসার পর সুইগির শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, এটি একটি AI-চালিত অনলাইন মার্কেটপ্লেস।
আরবান কোম্পানির মতো সংস্থাকে প্রতিযোগিতার মুখে ফেলে দেবে এই PYNG। সুইগি আর খাবার, বা মুদিখানার দ্রব্য ডেলিভারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পিওএনজি-র মাধ্যমে বিভিন্ন পেশাদার পরিষেবা দেওয়া হবে গ্রাহকরে।
PYNG কে একটি AI সহকারী-চালিত পেশাদার পরিষেবার মার্কেট হিসেবে চালু করেছে। এই প্ল্যাটফর্মে বর্তমানে ১০০-র বেশি প্রফেশনাল বা এক্সপার্ট যুক্ত রয়েছে। সংস্থার লক্ষ্য হল, ১০,০০০ এরও বেশি বিশেষজ্ঞকে যুক্ত করা।
PYNG-তে স্বাস্থ্য, অর্থ, আধ্যাত্মিকতা, ইভেন্ট, ভ্রমণ এবং শিক্ষার মতো বিভাগে পেশাদার বিশেষজ্ঞ পাবেন। ফিটনেস সংক্রান্ত প্রশিক্ষক, ট্যারোট কার্ড রিডার, ওয়েলথ ম্যানেজার বা ডিজে – সবই সুইগির নতুন প্লাটফর্মে খুঁজে পাওয়া যাবে। থাকবে নিউট্রিশনিস্ট, থেরাপিস্ট যোগ প্রশিক্ষক। PYNG-এর মাধ্যমে, Swiggy একটি সুপার অ্যাপ হওয়ার চেষ্টা করছে।





