Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু খাবার ডেলিভারির দিন শেষ, PYNG এনে বিপ্লব ঘটাল Swiggy, শেয়ারের দাম বাড়ছে হু হু করে

Swiggy: আরবান কোম্পানির মতো সংস্থাকে প্রতিযোগিতার মুখে ফেলে দেবে এই PYNG। সুইগি আর খাবার, বা মুদিখানার দ্রব্য ডেলিভারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

শুধু খাবার ডেলিভারির দিন শেষ, PYNG এনে বিপ্লব ঘটাল Swiggy, শেয়ারের দাম বাড়ছে হু হু করে
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 15, 2025 | 9:05 PM

নয়া দিল্লি: খাদ্য সরবরাহকারী সংস্থা সুইগি (Swiggy) বর্তমানে তার ব্যবসার পরিধি প্রসার করতে শুরু করেছে। এবার তারা আনছে এক নতুন প্লাটফর্ম, যার নাম PYNG। এই খবর সামনে আসার পর সুইগির শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, এটি একটি AI-চালিত অনলাইন মার্কেটপ্লেস।

আরবান কোম্পানির মতো সংস্থাকে প্রতিযোগিতার মুখে ফেলে দেবে এই PYNG। সুইগি আর খাবার, বা মুদিখানার দ্রব্য ডেলিভারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পিওএনজি-র মাধ্যমে বিভিন্ন পেশাদার পরিষেবা দেওয়া হবে গ্রাহকরে।

PYNG কে একটি AI সহকারী-চালিত পেশাদার পরিষেবার মার্কেট হিসেবে চালু করেছে। এই প্ল্যাটফর্মে বর্তমানে ১০০-র বেশি প্রফেশনাল বা এক্সপার্ট যুক্ত রয়েছে। সংস্থার লক্ষ্য হল, ১০,০০০ এরও বেশি বিশেষজ্ঞকে যুক্ত করা।

PYNG-তে স্বাস্থ্য, অর্থ, আধ্যাত্মিকতা, ইভেন্ট, ভ্রমণ এবং শিক্ষার মতো বিভাগে পেশাদার বিশেষজ্ঞ পাবেন। ফিটনেস সংক্রান্ত প্রশিক্ষক, ট্যারোট কার্ড রিডার, ওয়েলথ ম্যানেজার বা ডিজে – সবই সুইগির নতুন প্লাটফর্মে খুঁজে পাওয়া যাবে। থাকবে নিউট্রিশনিস্ট, থেরাপিস্ট যোগ প্রশিক্ষক। PYNG-এর মাধ্যমে, Swiggy একটি সুপার অ্যাপ হওয়ার চেষ্টা করছে।