AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata Airbus: আরও এক রাজ্য পেল TATA-র কারখানা! হাত মেলাল ইউরোপীয় সংস্থা, এবার কী তৈরি হবে?

Tata Airbus: সম্প্রতি টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড যা টাটা গোষ্ঠীর আওতাধীন তাদের সঙ্গে হাত মিলিয়েছে ইউরোপের একটি এয়ারবাস পরিষেবা প্রদানকারী সংস্থা ইউরোপিয়ান এরোস্পেস জায়ান্ট এয়ারবাস।

Tata Airbus: আরও এক রাজ্য পেল TATA-র কারখানা! হাত মেলাল ইউরোপীয় সংস্থা, এবার কী তৈরি হবে?
টাটা দফতরImage Credit: Getty Image
| Updated on: May 31, 2025 | 8:35 PM
Share

নয়াদিল্লি: ইউরোপীয় সংস্থার সঙ্গে হাত মেলাচ্ছে টাটা গোষ্ঠী। ব্যাক্তিগত চপারে আকাশ ওড়ার স্বপ্নকে স্বার্থক করতেই এবার বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করছে তারা। এমনকি, সেই দেশীয় ভাবে চপার তৈরি করবে তারা।

সম্প্রতি টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড যা টাটা গোষ্ঠীর আওতাধীন তাদের সঙ্গে হাত মিলিয়েছে ইউরোপের একটি এয়ারবাস পরিষেবা প্রদানকারী সংস্থা ইউরোপিয়ান এরোস্পেস জায়ান্ট এয়ারবাস। যৌথ উদ্যোগে ভারতে সর্বপ্রথম বেসরকারি হেলিকপ্টার পরিষেবা চালু করতে চলেছে তারা। এমনকি, সেই সূত্র ধরে কর্নাটকে একটি চপার নির্মাণ কারখানাও তৈরি করবে তারা।

কিন্তু কেন কর্নাটককেই কারখানার জন্য বাছল টাটা গোষ্ঠী? নাকের ডগার শিল্পাঞ্চল, বেঙ্গালুরুর মতো টেক হাব। সর্বপরি অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশের আকাশপথে সরাসরি প্রবেশ। তাছাড়াও সে রাজ্যের সরকারের থেকে জমি অধিগ্রহণে মিলেছে ভর্তুকি। পাশাপাশি কর্নাটকের রয়েছে দেশের বায়ুসেনাকে বিকাশে মদত করা সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের সদর দফতর।

ঠিক কী কী কাজে ব্যবহার হবে দেশের এই বেসরকারি চপার পরিষেবা? জানা গিয়েছে, পরিষেবার জন্য বিদেশি প্রযুক্তিতে তৈরি অল্প ওজনের H125 হেলিকপ্টার ব্যবহার করবে টাটা গোষ্ঠীর। যার মাধ্য়মে পর্যটন, ভিআইপিদের যাতায়াত পরিষেবা, চিকিৎসা সংক্রান্ত কাজে, আইনি কাজে, মন্ত্রীদের পরিষেবা ও বিপর্যয় মোকাবিলায় সাহায্য করার মতো পরিষেবা দেবে এই গোষ্ঠী।