জুন মাসে মালামাল হয়ে যাবে TATA-র বিনিয়োগকারীরা, আপনার আছে শেয়ার?

Tata Group, Dividend: বিরাট ডিভিডেন্ড দিতে চলেছে টাটা গ্রুপের অধীনস্ত ১০টি সংস্থা। এর মধ্যে রয়েছে টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস, টাটা মোটরস, টাটা স্টিল, টাটা পাওয়ার, টাইটানের মতো সংস্থা।

জুন মাসে মালামাল হয়ে যাবে TATA-র বিনিয়োগকারীরা, আপনার আছে শেয়ার?

May 18, 2025 | 5:54 PM

চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর একসঙ্গে ডিভিডেন্ড ঘোষণা করল টাটা গ্রুপের (Tata Group) মোট ১০টি সংস্থা। এর মধ্যে রয়েছে টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস (TCS), টাটা মোটরস (Tata Motors), টাটা স্টিল (Tata Steel), টাটা পাওয়ার (Tata Power), টাইটান (Titan), টাটা ইনভেস্টমেন্ট (Tata Investment), টাটা এলক্সি (Tata Elxsi) ও ইন্ডিয়ান হোটেলস (Indian Hotels)। ১০টি সংস্থা শেয়ারপ্রতি মোট ১৮৪ টাকা ৬০ পয়সা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে।

টিসিএস (TCS) স্টক প্রতি ফাইনাল ডিভিডেন্ড হিসাবে মোট ৩০ টাকা ঘোষণা করে। যেখানে প্রতি স্টকের ফেস ভ্যালু ১ টাকা। জুনের ২৪ তারিখ এই ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে টাটার এই সংস্থা। একিই দিনে ডিভিডেন্ড দেবে টাটা মোটরস (Tata Motors)। স্টক প্রতি ৬ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে এই সংস্থা। যেখানে প্রতি স্টকের ফেস ভ্যালু ২ টাকা।

১১ জুনের মধ্যে স্টক প্রতি ৩ টাকা ৬০ পয়সা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে টাটা স্টিল (Tata Steel)। জুলাই মাসের ৭ তারিখের পর চতুর্থ ত্রৈমাসিকের ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে টাটা পাওয়ার (Tata Power)। স্টক প্রতি ২ টাকা ২৫ পয়সা ডিভিডেন্ড দিয়েছে তারা।

স্টক প্রতি ১১ টাকা ডিভিডেন্ড দেবে টাইটান (Titan)। যদিও কবে সেই ডিভিডেন্ড দেবে তারা সেই ঘোষণা এখনও আসেনি। স্টক প্রতি ২৭ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে টাটা ইনভেস্টমেন্ট (Tata Investment)। জুলাই মাসের ২ তারিখের পর এই ডিভিডেন্ড দেবে সংস্থা। অন্যদিকে, জুনের ১১ তারিখের পর স্টক প্রতি ৭৫ টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে টাটা এলক্সি (Tata Elxsi)।

২ টাকা ২৫ পয়সা ডিভিডেন্ড দিতে পারে ইন্ডিয়ান হোটেলস (Indian Hotels)। যদিও কবে সেই ডিভিডেন্ড দেবে তারা সেই বিষয়ে কিছু জানা যায়নি। স্টক প্রতি ২৫ টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে টাটা গ্রুপের অধীনস্থ সংস্থা বেনারস হোটেলস (Benaras Hotels Limited)। টাটা গ্রুপের আর এক সংস্থা র‍্যালিস ইন্ডিয়া (Rallis India) স্টক প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, জুনের ২৫ তারিখের পর এই ডিভিডেন্ড দেবে তারা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।