Tata Motors: আড়াআড়ি বিভাজন টাটার অন্দরে! কী এমন হল?
Tata Motors: সংস্থা তরফে জানা গিয়েছে, যদি কোনও ব্যক্তির কাছে টাটা মোটরসের শেয়ার থাকে, তবে সেক্ষেত্রে ১:১ অনুপাতে তাকে TMLCV-এরও একটি শেয়ার দেওয়া হবে।

কলকাতা: টাটায় এবার আড়াআড়ি বিভাজন। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভেঙে যাবে টাটা গোষ্ঠী আওতাধীন টাটা মোটরস। এতদিন পর্যন্ত একই ছাতার নীচে একদিকে বিলাসবহুল জাগুয়ার অ্যান্ড ল্য়ান্ডরোভার ও অন্যদিকে নানা কমার্সিয়াল বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ি তৈরি করত এই সংস্থা। যা এবার বন্ধ করতে চলেছে তারা।
আগামী মাসের ৬ তারিখ এই নিয়ে নিজেদের শেয়ার হোল্ডারদের সঙ্গে একটি জরুরি বৈঠক করতে চলেছে টাটা গোষ্ঠী। বৈদ্যুতিক, বিলাসবহুল ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ি যা এত দিন এক ছাতার নীচেই তৈরি হত, সেই প্রথাতেই বদল আনতে চায় তারা। হবে আড়াআড়ি বিভাজন।
কারা কারা থাকবেন এই বৈঠকে?
জানা গিয়েছে, টাটা মোটরসের ‘বিশেষ অংশীদাররাই’ এই বৈঠকে যোগ দিতে চলেছেন। সেখানে আলোচনার পর হবে ভোটাভুটি প্রক্রিয়াও। যার ফলাফলের মাধ্যমেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বিনিয়োগকারীদের কী লাভ হবে?
সংস্থা তরফে জানা গিয়েছে, যদি কোনও ব্যক্তির কাছে টাটা মোটরসের শেয়ার থাকে, তবে সেক্ষেত্রে ১:১ অনুপাতে তাকে TMLCV-এরও একটি শেয়ার দেওয়া হবে। অর্থাৎ বাণিজ্যিক ও বিলাসবহুল গাড়ির সংস্থার সমান অংশীদারিত্ব পাবেন বিনিয়োগকারীরা।
তবে আপাতত ট্রাম্পের শুল্ক খোঁচায় ধুঁকছে টাটা মোটরসের শেয়ার। সোমবার যখন হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স। সেই আবহে ১০ শতাংশ পতন হয়েছে এই সংস্থার শেয়ারের। এমনকি, দিন কতক আগেই ট্রাম্পের শুল্কাঘাতের কারণে আমেরিকায় নিজেদের রফতানি বন্ধ করেছে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা জাগুয়ার অ্যান্ড ল্যান্ডরোভার।





