Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google-কে টক্কর দিতে মাঠে নামছে TATA, পাল্টে যাবে অনলাইন পেমেন্ট ব্যবস্থা!

Tata Pay: চলতি বছরের ১ জানুয়ারি, সেই আবেদনে সিলমোহর দেয় রিজার্ভ ব্যাঙ্ক। বলা যায়, Razorpay, Cashfree, Google Pay-সহ অন্যান্য কোম্পানির মতো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আরবিআইয়ের অনুমোদন পেল Tata Pay। এবার এই দেশি অ্যাপ অন্য সংস্থাগুলিকে প্রতিযোগিতার মুখে ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Google-কে টক্কর দিতে মাঠে নামছে TATA,  পাল্টে যাবে অনলাইন পেমেন্ট ব্যবস্থা!
দেশি পেমেন্ট অ্যাপ টাটা পে নিয়ে আসছে টাটা গোষ্ঠী।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 04, 2024 | 5:57 PM

নয়া দিল্লি: বর্তমানে লেনদেনের অন্যতম মাধ্যম হল, Google Pay। এবার গুগল পে-কে টক্কর দিতে চলে এসেছে দেশি পেমেন্ট অ্যাপ, Tata Pay। একেবারে গুগল পে-র ধাঁচেই অনলাইন লেনদেনের পেমেন্ট অ্যাপ হিসাবে বাজারে আসতে চলেছে টাটা গোষ্ঠীর অ্যাপ, Tata Pay। নতুন বছরের একেবারে প্রথম দিন, ১ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে লাইসেন্সও পেয়েছে টাটা গোষ্ঠিীর এই নতুন অ্যাপ।

টাটা পে হল টাটা ডিজিটালের অংশ। ফলে এবার টাটা পে-র মাধ্যমে ডিজিটাল বিজনেস শুরু করবে টাটা। যদিও ২০২২ সালেই টাটা গোষ্ঠী ডিজিটাল পেমেন্ট অ্যাপ নিয়ে এসেছিল। যা ICICI ব্যাঙ্কের সঙ্গে অংশিদারিত্বে UPI Payment করছিল। এবার আরবিআইয়ের নতুন লাইসেন্স পাওয়ায় টাটা পে-র মাধ্যমে সরাসরি লেনদেন করতে পারবে। অর্থাৎ টাটা পে-র মাধ্যমে ই-কমার্স সাইটে সমস্ত রকম লেনদেন করা যাবে। এটি টাটা গোষ্ঠীর দ্বিতীয় পেমেন্ট ব্যবসা। পাশাপাশি গ্রামীণ ভারতে ‘হোয়াইট লেবেল এটিএম’ পরিচালনার লাইসেন্সও রয়েছে। যা ইন্ডিক্যাশ নামে পরিচিত।

আরবিআইয়ের তথ্য অনুসারে, টাটা গোষ্ঠী এর আগে প্রিপেইড পেমেন্ট বিজনেজও (মোবাইল ওয়ালেট) শুরু করার জন্য রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন চেয়েছিল। কিন্তু, সেই অনুমোদন মেলেনি। ফলে সেই ব্যবসা শুরু করা সম্ভব হয়নি। এরপর ইউপিআই সিস্টেমের জন্য অনুমতির আবেদন জানায় টাটা। চলতি বছরের ১ জানুয়ারি, সেই আবেদনে সিলমোহর দেয় রিজার্ভ ব্যাঙ্ক। বলা যায়, Razorpay, Cashfree, Google Pay-সহ অন্যান্য কোম্পানির মতো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আরবিআইয়ের অনুমোদন পেল Tata Pay। এবার এই দেশি অ্যাপ অন্য সংস্থাগুলিকে প্রতিযোগিতার মুখে ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।