Tatkal Ticket Booking: তৎকাল বুকিংয়ের সময় খুব সাবধান, এই ভুল করলে আর টিকিট পাবেন না…

Indian Railways: এই নতুন ওটিপি সিস্টেমের প্রধান উদ্দেশ্য হল দালালদের আটকানো। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে তৎকাল বুকিং খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই আসন পূর্ণ হয়ে যায়। দালালরা অবৈধ স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে, যার ফলে দালালরা একসঙ্গে একাধিক টিকিট বুক করতে পারত।

Tatkal Ticket Booking: তৎকাল বুকিংয়ের সময় খুব সাবধান, এই ভুল করলে আর টিকিট পাবেন না...
ফাইল চিত্র।Image Credit source: X

|

Dec 25, 2025 | 11:20 AM

নয়া দিল্লি: বছর শেষে এখন চলছে উৎসব-আনন্দের মরশুম। অনেকেই এই সময় ঘুরতে যাবেন। কেউ আবার পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। হঠাৎ যদি আপনার ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, তাহলে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তৎকাল টিকিটই ভরসা। তবে তৎকাল টিকিটের নিয়মে সম্প্রতি এসেছে একাধিক বদল। যদি এই নিয়ম জানা না থাকে, তাহলে আপনার কিন্তু ট্রেন মিস হয়ে যেতে পারে কিংবা টিকিটই না পেতে পারেন। কী এই নিয়ম জানেন?

১ ডিসেম্বর থেকেই তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এখন ওটিপি ছাড়া তৎকাল টিকিট বুক করা যায় না। আগে কেবল তৎকাল টিকিট বুকিংয়ের যে নির্দিষ্ট সময় হয়, সেই সময়ে আইআরসিটিসি-র ওয়েবসাইটে লগ ইন করেই টিকিট কাটা যেত। এখন তাতে সংযোজিত হয়েছে ওটিপির নিয়ম।

রেলওয়ে বোর্ডের নির্দেশিকা অনুসারে, আপনার মোবাইলে ওটিপি ভেরিফিকেশন (OTP Verification)  যাচাই করার পরেই তৎকাল টিকিট পাওয়া যাবে। বুকিংয়ের সময় আপনার দেওয়া মোবাইল নম্বরে এই ওটিপি পাঠানো হবে। এই কোডটি সিস্টেমে প্রবেশ না করা পর্যন্ত টিকিট তৈরি হবে না।

এই নিয়মটি আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মধ্যে সীমাবদ্ধ নয়।  রেলস্টেশনের টিকিট কাউন্টারগুলিতেও একই নিয়ম প্রযোজ্য হবেআগে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকিট বুক হততবে এখন প্রক্রিয়াটি আরও নিরাপদ এবং নিয়ন্ত্রিত হয়েছে। যদি ভুল ওটিপি দেন বা রেজিস্টার নম্বরে আসা ওটিপি বলতে না পারেন, তাহলে টিকিট পাওয়া যাবে না।

এই নতুন ওটিপি সিস্টেমের প্রধান উদ্দেশ্য হল দালালদের আটকানো। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে তৎকাল বুকিং খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই আসন পূর্ণ হয়ে যায়। দালালরা অবৈধ স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে, যার ফলে দালালরা একসঙ্গে একাধিক টিকিট বুক করতে পারত। এখন, ওটিপি সরাসরি যাত্রীর মোবাইল ফোনে পাঠানো হবে। এটি বুকিংয়ে স্বচ্ছতা বৃদ্ধি করবে। যারা ভ্রমণ করতে চান, তাদের টিকিট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

 ২৮ অক্টোবর, ২০২৫ থেকে রেলওয়ে আরেকটি নতুন নিয়ম কার্যকর করেছে। যদি সকাল ৮টা থেকে ১০টার মধ্যে টিকিট বুক করতে চান, তাহলে আইআরসিটিসি-র অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক।