AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oil Price Drop: ভোজ্য তেল আমদানিতে কমল কর, এবার তেল কিনবেন অনেক সস্তায়!

Tax on Crude Edible Oil: এতদিন আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর ২০ শতাংশ কর বসাত কেন্দ্র। এবার সেই করের পরিমাণ কমিয়ে ১০ শতাংশ করা হল বলে জানানো হয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক,খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তরফে।

Oil Price Drop: ভোজ্য তেল আমদানিতে কমল কর, এবার তেল কিনবেন অনেক সস্তায়!
Image Credit: Rajdeep Ghosh/Moment/Getty Images
| Updated on: Jun 12, 2025 | 11:19 AM
Share

দেশের জনগণের জন্য একটা দারুণ খবর। আমদানিকৃত ক্রুড এডিবল অয়েলের উপর আমদানি কর কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রএয়ছে সানফ্লাওয়ার ওয়েল, সোয়াবিন অয়েল ও পাম অয়েলের মতো পণ্য। এতদিন আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর ২০ শতাংশ কর বসাত কেন্দ্র। এবার সেই করের পরিমাণ কমিয়ে ১০ শতাংশ করা হল বলে জানানো হয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক,খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তরফে।

ভোজ্য তেলের কর কমিয়ে সরকার তেলের ক্রমবর্ধমান মূল্যে হ্রাস টানতে চাইছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক,খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের এক আধিকারিক বলছেন, অপরিশোধিত ও পরিশোধিত তেলের মধ্যে শুল্কের পার্থক্য রয়েছে ১৯.২৫ শতাংশ। আর এর ফলে পরিশোধিত তেল আমদানি কমিয়ে বিভিন্ন সংস্থা দেশের মধ্যেই তেল পরিশোধনে বিনিয়োগ করবে।

ভোজ্য তেলের উপর আমদানি কর যেহেতু দেশে ঢোকার পর তেলের মূল্য ও বাজারে তেলের দামকে প্রচণ্ডভাবেই প্রভাবিত করে। ফলে, ভোজ্য তেলে আমদানি কর কমালে এই দুই প্রকার মূল্যই অনেকাংশে কমবে বলে আশা করছে সরকার। এ ছাড়াও সরকার মনে করে, ভোজ্য তেলের উপর কম কমালে তা গ্রাহকদের জন্য লাভজনক হবে।