AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TCS Q4 Report: টাটার রিপোর্টে ‘মন খারাপ’ বিনিয়োগকারীদের, TCS ভাঙল ‘প্রত্যাশা’

TCS Q4 Report: সোমবারের পতনের পর মাঝে কয়েকদিন বিনিয়োগাকারীদের মধ্যে ভরসা জুগিয়ে রাখতে পারলেও, বুধে তা আর ধরে রাখেনি টিসিএস। গতকাল গোটা দিনে ১ শতাংশের উপর পতন হয়ে ৩ হাজার ২৩৯ টাকায় এসে ঠেকেছে শেয়ারের দাম।

TCS Q4 Report: টাটার রিপোর্টে 'মন খারাপ' বিনিয়োগকারীদের, TCS ভাঙল 'প্রত্যাশা'
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 10, 2025 | 10:02 PM
Share

কলকাতা: বুধবার নিজেদের শেষ ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ করল টিসিএস। আর তারপরেই শেয়ার বাজারে ধাক্কা খেল এই সংস্থা। বুধবার গোটা দিনে প্রায় ১ শতাংশের উপর পড়েছে শেয়ারের দর। নেপথ্যে কলকাঠি নেড়েছে রিপোর্ট, দাবি একাংশের।

কী এমন এসেছে রিপোর্টে?

বুধবার প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, বছর প্রতি ২ শতাংশ মুনাফা পড়েছে TCS-এর। গত অর্থবর্ষে তাদের মোট মুনাফা ছিল ১২ হাজার ২২৪ কোটি টাকা। যা এই অর্থবর্ষে এসে ঠেকেছে ১২ হাজার ৪৩৪ কোটি টাকায়। এদিকে বিনিয়োগকারীরা আশা করেছিলেন, শেষ অর্থবর্ষে নিজের ১২ হাজার ৬৫০ কোটি টাকার মাইলস্টোনকে ছুঁয়ে যাবে সংস্থা।

তবে আয় কমলেও, পর পর শেষ দুই ত্রৈমাসিকে বড় বড় অঙ্কের টাকার চুক্তি নিজেদের থলিতে ঢুকিয়েছে এই সংস্থা। যেমন, শেষ ত্রৈমাসিকে TCS মোট ১ হাজার ২২০ কোটি মার্কিন ডলারের চুক্তি হাঁকিয়েছে এই সংস্থা। যা তৃতীয় ত্রৈমাসিকের থেকে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বেশি।

বুধে কী হাল শেয়ারের?

সোমবারের পতনের পর মাঝে কয়েকদিন বিনিয়োগাকারীদের মধ্যে ভরসা জুগিয়ে রাখতে পারলেও, বুধে তা আর ধরে রাখেনি টিসিএস। গতকাল গোটা দিনে ১ শতাংশের উপর পতন হয়ে ৩ হাজার ২৩৯ টাকায় এসে ঠেকেছে শেয়ারের দাম।

ডিভিডেন্ড ৩০

রিপোর্ট প্রকাশ করার পাশাপাশি সংস্থা তরফে আরও জানানো হয়েছে। এবার প্রতিটি শেয়ারের ভিত্তিতে ৩০ টাকা করে ডিভিডেন্ড পাবেন বিনিয়োগকারীরা।