AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EV Scooter: তেল নয়, নুন দিয়েই চলবে আস্ত স্কুটার, ইভি-র দুনিয়ায় নয়া বিপ্লব

EV Scooter: লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বর্তমানে গাড়ি চালানো হচ্ছে ঠিকই। তবে তাতে খরচ পড়ছে বেশি, অনেক ক্ষেত্রে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এবার এসে গেল নতুন উপায়।

EV Scooter: তেল নয়, নুন দিয়েই চলবে আস্ত স্কুটার, ইভি-র দুনিয়ায় নয়া বিপ্লব
Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jun 10, 2025 | 2:04 PM

নয়া দিল্লি: বিজ্ঞানের পথ যত প্রশস্ত হচ্ছে, প্রযুক্তি যত এগোচ্ছে, ততই বাড়ছে গবেষণা। লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে বর্তমানে গাড়ি চালানো হচ্ছে ঠিকই। তবে তাতে খরচ পড়ছে বেশি, অনেক ক্ষেত্রে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে এবার লবণ বা নুন দিয়ে বৈদ্যুতিক যানবাহন চালানোর তোড়জোড় শুরু হয়েছে।

চিন একগুচ্ছ ইলেকট্রিক স্কুটার পরীক্ষা করা শুরু করেছে। সেগুলির ব্যাটারি লিথিয়াম আয়নে তৈরি হয়। এগুলির ব্যাটারি চলছে সোডিয়াম থেকে। সমুদ্রের জল থেকে যে লবণ সংগ্রহ করা হয়, তা থেকেই সহজে তৈরি করা হয় এই ব্যাটারি। এগুলির দাম মোটামুটিভাবে ৩০ থেকে ৫১ হাজার টাকা। অর্থাৎ সাধারণ স্কুটার বা ইভি স্কুটারের থেকে অনেক কম দাম।

সোডিয়াম দিয়ে তৈরি ব্যাটারির সবচেয়ে ভাল বিষয় হল, ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে মাত্র ১৫ মিনিট সময় লাগে। ২০২৫ সালের জানুয়ারিতে, চিনে এমন একাধিক সোডিয়াম চালিত বৈদ্যুতিক স্কুটার চালু করা হয়। সাধারণ মানুষ সেই গাড়ি চালিয়ে পরীক্ষা করে।

চিনের সোডিয়াম ব্যাটারি প্রযুক্তি ইভি ইন্ডাস্ট্রিতে কার্যত একটি বিপ্লব হিসেবে প্রমাণিত হতে পারে। বর্তমানে ভারতে এই ধরণের প্রযুক্তির কাজ শুরু হয়নি। তবে আগামিদিনে এই ব্যাটারিগুলির উপর গবেষণা শুরু হতে পারে। আশা করা হচ্ছে, যদি দেশেই এই ধরণের প্রযুক্তি তৈরি করা হয়, তাহলে ব্যাটারি সস্তায় তৈরি হয়ে যাবে। ফলে বৈদ্যুতিক যানবাহনের দাম কমবে বলেই মনে করা হচ্ছে।