৭০৩ কোটি টাকা! দেশের সবথেকে দামী ফ্ল্যাট কিনলেন এই মহিলা, এর সামনে অম্বানীরাও ফেল!
Leena Tiwari: মুম্বইয়ের অভিজাত ওরলি এলাকায় দুটি সি ফেসিং বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন। ৬৩৯ কোটি টাকায় চুক্তি হয়েছে। এটি এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দামি ফ্ল্যাটের চুক্তি। এর উপরে স্ট্যাম্প ডিউটি এবং জিএসটিও রয়েছে।

মুম্বই: সবথেকে দামি বাড়ি বললেই মুকেশ অম্বানীর অ্যান্টিলিয়ার কথা মাথায় আসে। ১৫ হাজার কোটি টাকার এই সম্পত্তি। তবে সবথেকে দামি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কিন্তু অম্বানী পরিবারকে পিছনে ফেলে দিয়েছেন একজন। মুম্বইয়ের অভিজাত এলাকায় ভারতের সবথেকে দামি ফ্ল্যাট কিনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কে তিনি?
ভারতের সবথেকে দামি ফ্ল্যাট কিনেছেন লীনা তিওয়ারি। ৭০৩ কোটি টাকায় মুম্বইয়ের অভিজাত এলাকায় তিনি ফ্ল্যাটটি কিনেছেন। তিনি আবার নীতা অম্বানীর ঘনিষ্ঠ বন্ধু।
লীনা তিওয়ারি ওষুধ কোম্পানি ইউএসভি-র চেয়ারপার্সন। তাঁর সংস্থা গ্লাইকোমেট (ডায়াবেটিস), ইকোসপ্রিন (রক্ত পাতলাকারী) এবং রোজেড (কোলেস্টেরল কমানোর ওষুধ) এর মতো বহুল পরিচিত ওষুধ তৈরি করে। দেশের সবথেকে ধনী মহিলাদের মধ্যে অন্যতম তিনি। তবে লাইমলাইটে থাকা একদমই পছন্দ নয় তাঁর। তাঁর স্বামী প্রশান্ত তিওয়ারি ইউএসভি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন।
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, লীনা তিওয়ারি মুম্বইয়ের অভিজাত ওরলি এলাকায় দুটি সি ফেসিং বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন। ৬৩৯ কোটি টাকায় চুক্তি হয়েছে। এটি এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দামি ফ্ল্যাটের চুক্তি। এর উপরে স্ট্যাম্প ডিউটি এবং জিএসটিও রয়েছে। সব মিলিয়ে ফ্ল্যাটটির মোট দাম পড়েছে প্রায় ৭০৩ কোটি টাকা। ওরলিতে আরব সাগরের দিকে মুখ করে অবস্থিত ৪০ তলা বিশিষ্ট সুপার-প্রিমিয়াম টাওয়ারের ৩২ থেকে ৩৫ তলায় এই ডুপ্লেক্স ফ্ল্যাটটি কেনা হয়েছে। এই ফ্ল্যাটটির আয়তন ২২,৫৭২ বর্গফুট। ফ্ল্যাটটির প্রতি বর্গফুটের দাম ২.৮৩ লক্ষ টাকারও বেশি।
লীনার মোট সম্পত্তি কত?
ফোর্বসের তথ্য অনুযায়ী, লীনা তিওয়ারির বর্তমান সম্পদের পরিমাণ ৩.৯ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩২,৫০০ কোটি টাকা। ২০২৪ অর্থবর্ষে ইউএসভি-র আয় ছিল ৪৮৪০ কোটি টাকা। এই সংস্থার তৈরি গ্লাইকোমেট ওষুধ ভারতীয় ওষুধ বাজারে দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ড। গত ১২ মাসে ৮০৬ কোটি টাকার বিক্রি হয়েছে।

