নয়া দিল্লি: দূরপাল্লারই হোক বা কাছে-পিঠে কোথাও, যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের উপরই ভরসা করেন লক্ষাধিক মানুষ। ট্রেন সফরে বাধ্যতামূলক টিকিট। বৈধ টিকিট না থাকলে ওঠা যায় না ট্রেনে। উঠলেও, ধরা পড়লে গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা। এমনকী, জেলও হতে পারে। তবে শুধু টিকিট থাকলেই তো হল না, সেই টিকিট সঠিক হতে হবে। অর্থাৎ আপনি কোন স্টেশন থেকে উঠছেন, কোন স্টেশনে নামবেন, তা সঠিকভাবে দেওয়া উচিত। নাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে।
আপনি যদি ট্রেনের টিকিট কাটতে গিয়ে ভুল স্টেশন থেকে বুকিং করেন বা গন্তব্যস্থল ভুল দেন, তবে মহা সমস্যা হতে পারে। তবে ভারতীয় রেল যাত্রীদের এই সমস্যা থেকে বাঁচাতে এক বিশেষ ব্যবস্থা রেখেছে। আপনি যদি অনলাইনে টিকিট বুক করেন, তবে মোবাইলের এক ক্লিকেই গন্তব্য পরিবর্তন করা সম্ভব। অফলাইনে কাটা টিকিটের ক্ষেত্রেও বোর্ডিং স্টেশন বদল করা যায়।
তবে এক্ষেত্রে মাথায় রাখা দরকার, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগেই বোর্ডিং স্টেশন বদল করতে হবে। এবং টিকিটে বোর্ডিং স্টেশন পরিবর্তন করার সুযোগ একবারই পাওয়া যাবে।
যদি আপনি সঠিক স্টেশন থেকে ট্রেনে না ওঠেন, তবে আপনাকে জরিমানা ও অতিরিক্ত ভাড়া গুনতে হতে পারে।
যদি অনলাইনে টিকিট বুক করে থাকেন, তবে আইআরসিটিসি-র ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিং হিস্ট্রি-তে যান এবং তারপর চেঞ্জ বোর্ডিং পয়েন্ট অপশে ক্লিক করুন। এবার আপনি যে স্টেশন থেকে উঠতে চান, সেটি দিন। আপডেট করলেই বোর্ডিং স্টেশন বদলে যাবে। আপনার রেজিস্টার করা নম্বরে সেই আপডেটও চলে আসবে।
অফলাইনে বুকিংয়ের ক্ষেত্রে স্টেশন ম্যানেজার বা রিজার্ভেশন কাউন্টারে গিয়েও বোর্ডিং স্টেশন বদল করতে পারেন।