World Travel & Tourism Festival 2025: শুরু হতে চলেছে ভারতের প্রথম বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসব! কোথায়, কবে জানুন বিশদে
World Travel & Tourism Festival 2025: নেটওয়ার্ক এবং রেড হ্যাট কমিউনিকেশনস যৌথ উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ উন্মোচন করতে চলেছে বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসবের।
নয়াদিল্লি: TV9 নেটওয়ার্ক এবং রেড হ্যাট কমিউনিকেশনস যৌথ উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ উন্মোচন করতে চলেছে বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসবের। তিন দিনব্যাপী এই উৎসব ভারতীয় পর্যটকদের কাছে ভ্রমণের সংজ্ঞাকেই বদলে দেবে। ১৪-১৬ ফেব্রুয়ারি, নয়া দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। ভারতে এই ধরনের B2C ভ্রমণ এবং পর্যটন সংক্রান্ত অনুষ্ঠান এই প্রথম, যার প্রধান লক্ষ্য পর্যটক, ট্যুরিজম বোর্ড এবং ব্র্যান্ডগুলিকে একই ছাদের তলায় নিয়ে এসে একটি অনন্য প্ল্যাটফর্ম গড়ে তোলা।
করোনা পরবর্তী সময়ে গোটা বিশ্বে পর্যটন শিল্পে ভারতীয় পর্যটকদের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব দেখা গিয়েছে। পরিসংখ্যান বলছে ক্রমবর্ধমান আয় এবং অনন্য অভিজ্ঞতার খোঁজে ভারতের সঙ্গে এখন বিশ্ব ভ্রমণেও ঝোঁক বেড়েছে দেশবাসীর। পর্যটকদের মধ্য বিদেশ ভ্রমণের ঝোঁক বেড়েছে প্রায় ৮৫ শতাংশ।
বিশ্ব ভ্রমণ এবং পর্যটনকে কেন্দ্র করে ৩দিনের এই বিশেষ অনুষ্ঠানে, অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলি এক অনন্য অভিজ্ঞতার স্বাক্ষী থাকবে। আর থাকবে ভ্রমণ ট্যুর অপারেটরদের সঙ্গে B2B মিটিং-এর ব্যবস্থা।
থাকছে ট্র্যাভেল ট্রেড অ্যাওয়ার্ডস, আকর্ষণীয় অনুষ্ঠান সঙ্গে উপভোক্তা এবং ব্র্যান্ডগুলির মধ্যে সরাসরি আলাপচারিতার জন্য ‘টকিং উইন্ডোজ’।
ভারতের প্রথম বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসবের উদ্দেশ্য একই ছাদের তলায় দেশের শীর্ষস্থানীয় B2C ব্র্যান্ডগুলিকে নিয়ে আসা। সঙ্গে থাকছে নাচ-গান, খাওয়া দাওয়া সহ আরও অনেক বিনোদনের ব্যবস্থা।
১। মহামারী পরবর্তী সময়ে, ভারতীয়দের মধ্যে বিদেশ ভ্রমণ ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২। ভারতীয় পর্যটকরা প্রতি ট্রিপে গড়ে ১২০০ মার্কিন ডলার বা ১লক্ষ টাকা খরচ করে।
৩। ৫০ শতাংশ ভারতীয় বিদেশ ভ্রমণকারী মিলেনিয়াল বা জেনেরেশন জেড। ফলে বুকিং ক্ষেত্রেও ডিজিটাল মাধ্যমকেই বেশি ভরসা করে তাঁরা।
৪। ২০২৩ সালে ভারতে ডোমেস্টিক বিমানে ভ্রমণের পরিমাণ ১১০ শতাংশ বেড়েছে। দেশের মধ্যে বিলাসবহুল ভ্রমণ বাবদ ব্য়য় বেড়েছে প্রায় ১২ শতাংশ।
৫। ২০২৩ সালে ভারতে ব্যক্তিগত জেটের চাহিদা ১৫ শতাংশ বেড়েছে।
৬। ৬০ শতাংশের বেশি ভারতীয় ভ্রমণকারী পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে ছুটি কাটাতে পছন্দ করেন।
৩০ হাজার বর্গফুট এলাকা জুড়ে আয়োজন করা হচ্ছে ইন্টারেক্টিভ জোন। যেখানে থাকবে আন্তর্জাতিক পর্যটন বোর্ড, রাজ্য পর্যটন প্রতিনিধি, এয়ারলাইনস এবং আরও অনেক ছোট বড় সংস্থা। বিশ্বের নানা দেশের নানা খাবার দাবারের আয়োজন। ভ্রমণের প্রবণতা থেকে উদীয়মান গন্তব্য কী হতে পারে, সব নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা। ট্রাভেল ফটোগ্রাফি, সংস্কৃতি , এবং ভ্রমণ পরিকল্পনা সব কিছুর উপরেই থাকবে নানা সেশন। ট্রাভেল এবং ট্যুরিজম বিভাগকে আরও এগিয়ে নিয়ে যেতে নিরন্তর কাজ করে চলা প্রতিভাদেরও সম্মানিত করা হবে।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই অনুষ্ঠান ভারতীয় পর্যটকদের কাছে নতুন দরজা খুলে দেবে তাই নয়, সঙ্গে থাকবে ১০০ বেশি ইনফ্লুয়েনশার, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নানা ধরনের আকর্ষণীয় অফারও। সব মিলিয়ে বিদেশ ভ্রমণের জন্য এই অনুষ্ঠান যে এক অনন্য অভিজ্ঞতা দেবে তা বলাই বাহুল্য।