
গত ৬ মাসে বাজারের ২ বেঞ্চমার্ক সূচকের মতো পড়েছিল উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের শেয়ারের দামও। মাঝে ফেব্রুয়ারি মাসে শুরুতে একটু উঠলেও তারপর ক্রমাগত পড়েছে এই শেয়ার। আর এর মধ্যেই সংস্থা ২৯৪ কোটি ৫১ লক্ষ টাকার নন পারফর্মিং অ্যাসেট ও ৭০ কোটি টাকার টেকনিক্যালি রিটেন অফ লোন একটি অ্যাসেট রিকন্সট্রাকশন সংস্থার কাছে বিক্রির অনুমতি দিয়েছে। এইভাবে সংস্থা একটি ৩৬৪ কোটি ৫১ লক্ষ টাকার একটা মাইক্রো ব্যাঙ্কিং লোন পুল তৈরির করতে চাইছে।
সংস্থার অ্যাসেট কোয়ালিটি ও অর্থনৈতিক স্বাস্থ্য ভাল রাখতে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আর তারপর আজ ২৭ ফেব্রুয়ারি বাজার খোলার পর লাফিয়ে বেড়েছে সংস্থার শেয়ারের দাম।
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের দেওয়া লোনের অঙ্ক বার্ষিক ৯.৮ শতাংশ হারে বাড়ছে। লোনের পরিমাণ এখন ৩০ হাজার ৪৬৬ কোটি টাকা। তবে সংস্থার সুরক্ষিত লোনের পরিমাণ গতবছরের তুলনায় অনেকটা বেড়েছে। গত বছর সুরক্ষিত লোন ছিল মোট লোনের ২৮.৩ শতাংশ। অন্যদিকে, এই বছর সেই সুরক্ষিত লোন বেড়ে দাঁড়িয়েছে ৩৯.৩ শতাংশ।
আর এই সবেরই প্রভাবে পড়েছে ব্যাঙ্কের শেয়ারের দাম। ক্রমাগত পড়তে থাকলেও এখন নতুন এই ঘোষণার পর উর্ধ্বমূখী সংস্থার শেয়ারের দাম।
কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।