৮ শতাংশের চেয়েও কম সুদে Loan দিচ্ছে এই Bank, লোন নেওয়ার আগেই জেনে নিন…
Loan Interest Rate: তথ্য বলছে, যে ঋণ চাইছে তার ৮০০-এর উপর ক্রেডিট স্কোর থাকলে ও কী ধরণের কাজ করেন, তার উপর নির্ভর করে লোন দেয় ব্যাঙ্কগুলো।

রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি ৬ জুন রেপো রেট কমিয়েছে। ৫০ বেসিস পয়েন্ট কমে বর্তমান রেপো রেট ৫.৫ শতাংশ। আর এই রেপো রেট কমানোয় সবচেয়ে বেশি উপকৃত হবেন যে সব ঋণ গ্রহীতারা রেপো রেট লিঙ্কড হোম লোন বা অন্য কোনও ঋণ নিয়েছেন। যদিও এর আগের রেপো রেট কাটের ফলে অনেক ঋণ গ্রহীতারই ইএমআই কমেছে উল্লেখযোগ্য ভাবে।
৬ জুনের রেট কাটের সুফল এখনও সব ব্যাঙ্কের গ্রাহকরা না পেলেও সেই সুবিধা তারা খুব তাড়াতাড়িই যে পাবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। যদিও এমন অনেক ব্যাঙ্ক রয়েছে যেখানে খুব ভাল ক্রেডিট স্কোর থাকলে দারুণ হারে ঋণ পাওয়া যেতে পারে। তথ্য বলছে, যে ঋণ চাইছে তার ৮০০-এর উপর ক্রেডিট স্কোর থাকলে ও কী ধরণের কাজ করেন, তার উপর নির্ভর করে লোন দেয় ব্যাঙ্কগুলো। সাধারণত, চাকরিজীবীদের জন্য সুদের হাত কিছুটা কম হয়।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবচেয়ে কম ৭.৮৫ শতাংশ হারে ঋণ দেয়। আবার সর্বনিম্ন ওই একই সুদের হারে ঋণ দেয় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওর থেকে একটু বেশি ৮ শতাংশ হারে ঋণ দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্কের মতো ৮ শতাংশ সুদের হারে ঋণ দেয় এলআইসি হাউসিং ফাইন্যান্সও।
আর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক সবচেয়ে কম ৭.৯০ শতাংশ সুদের হারে ঋণ দেয়। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র লোন দেয় সর্ব নিম্ন ৭.৮৫ শতাংশ সুদের হারে।
