e

নয়া দিল্লি: আগামিকাল, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। রবিবার হওয়া সত্ত্বেও বাজেটের দিন পিছোনো হয়নি, প্রথা মেনে ১ তারিখেই বাজেট পেশ করা হবে। কেন্দ্রীয় বাজেটে সরকার কী ঘোষণা করে, তার দিকে নজর সবার। বাজেটের ঘোষণারই একটি গুরুত্বপূর্ণ অংশ হল কোন কোন জিনিসের দাম বাড়বে এবং কোন জিনিসের দাম কমবে। তবে এবার কিন্তু বাজেট ঘোষণার আগেই বড় বদল আসতে চলেছে বিভিন্ন জিনিসের দামে। অর্থাৎ বাজেটে ঘোষণা হোক বা না হোক, একাধিক জিনিসের দাম বাড়তে বা কমতে চলেছে। কী কী জিনিসের দাম বাড়বে বা কমবে?
প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম তুল্যমূল্য বিচার করে, দেশীয় বাজারে এলপিজি সিলিন্ডারের দাম স্থির করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়লে, এলপিজি সিলিন্ডারেরও দাম বাড়ে। গত মাসে ১৪ টাকা ৫০ পয়সা দাম কমানো হয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। একইসঙ্গে সিএনজি, পিএনজি ও এভিয়েশন ফুয়েলের দামেও পরিবর্তন হতে পারে।
জাতীয় সড়ক পরিবহনের তরফে জানানো হয়েছে, ফাসট্যাগের (FASTag) জন্য কেওয়াইসি ভেরিফিকেশনের (KYC verification) নিয়ম সম্পূর্ণ বাতিল করে দেওয়া হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে ফাসট্যাগ চালু করলেই আর আলাদা করে কেওয়াইসি ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে না। এবার থেকে ব্যাঙ্ক-কেই গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করতে হবে।
১ ফেব্রুয়ারি থেকে সিগারেট, পান মশলা ও তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে। এই ধরনের পাপ-পণ্য বা সিন গুডসের উপরে কর বাড়ানো হচ্ছে। জিএসটির উপরে অতিরিক্ত এই কর বসবে।
এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন হচ্ছে ১ ফেব্রুয়ারি থেকে। এইচডিএফসি ইনফিনিয়া মেটাল ক্রেডিট কার্ডের ব্যবহারকারীরা এবার থেকে প্রতি মাসে পাঁচবার তাদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে পারবেন। অন্যদিকে, আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের একাধিক ক্রেডিট কার্ডে বুক মাই শো-তে ফ্রি সিনেমার টিকিটের পরিষেবা বন্ধ করে দিচ্ছে। রিওয়ার্ড পয়েন্টেও পরিবর্তন করা হচ্ছে।