GST: টিকল না রাজ্যগুলির আপত্তি, ১ অক্টোবর থেকেই অনলাইন গেম-ক্যাসিনোর উপরে বসছে জিএসটি, জানালেন অর্থমন্ত্রী
GST on Casino-Online Games: বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, জিএসটি নিয়ে কয়েকটি রাজ্য় যে ভিন্নমত জানিয়েছে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১ অক্টোবর থেকে এই জিএসটি কার্যকর করার ছয় মাস পর, ২০২৪ সালের এপ্রিল মাসে এই পর্যালোচনা করা হবে।

নয়া দিল্লি: সম্প্রতিই জিএসটি কাউন্সিলের (GST Council) তরফে অনলাইন গেম, ক্যাসিনোর উপরে জিএসটি (GST) লাগু করার ঘোষণা করা হয়। এরপরই একাধিক রাজ্যের তরফে আপত্তি করা হয়েছিল। কিন্তু ধোপে টিকল না সেইসব আপত্তি। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, ক্যাসিনো(Casino), ঘোড়া দৌড় (Horse Racing), অনলাইন গেমের (Online Games) উপরে ২৮ শতাংশ জিএসটি বসতে চলেছে। আগামী ১ অক্টোবর থেকেই এই জিএসটি কার্যকর করা হবে। বুধবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
বুধবার গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই ক্যাসিনো, অনলাইন গেমের উপরে জিএসটি বসানো হবে। ২৮ শতাংশ হারেই এই জিএসটি বসানো হবে। ১ অক্টোবর থেকেই এই জিএসটি কার্যকর হবে। ছয় মাস বাদে তা পর্যালোচনা করে দেখা হবে।
জানা গিয়েছে, গত ১১ জুলাই জিএসটি কাউন্সিলের বৈঠকে অনলাইন গেম, ক্যাসিনো ও ঘোড়া দৌড়ের উপরে ২৮ শতাংশ জিএসটি বসানোর ঘোষণা করা হয়। এরপরই গোয়া, সিকিম ও দিল্লি সরকারের তরফে জিএসটি কাউন্সিলের এই প্রস্তাব নিয়ে আপত্তি জানানো হয় অর্থ মন্ত্রকের কাছে। উল্লেখ্য, এই তিন রাজ্যেই বেশ কিছু ক্যাসিনো রয়েছে। জিএসটি বসানো হলে, ক্যাসিনো থেকে আয় বন্ধ হয়ে যাবে বলেই দাবি করা হয়।
VIDEO | “The council agreed today to come back after six months to review the way in which this (28 per cent GST rates on casinos and online gaming) is getting implemented,” says Union Finance Minister Nirmala Sitharaman after 51st GST Council Meeting. pic.twitter.com/opqWTTMbTc
— Press Trust of India (@PTI_News) August 2, 2023
যদিও বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, জিএসটি নিয়ে কয়েকটি রাজ্য় যে ভিন্নমত জানিয়েছে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১ অক্টোবর থেকে এই জিএসটি কার্যকর করার ছয় মাস পর, ২০২৪ সালের এপ্রিল মাসে এই পর্যালোচনা করা হবে। তখনই ক্যাসিনো, অনলাইন গেমিংয়ে জিএসটি বসানোর প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্যাসিনোয় কীভাবে জিএসটি বসানো হবে, তা নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “যে অর্থ প্রথম ধাপে জমা দেওয়া হবে এবং বাজি ধরা হবে, তার উপর জিএসটি ধার্য করা হবে। বাজি ধরা ও তা থেকে যে অর্থ লাভ হবে, তার উপরে নতুন করে জিএসটি ধার্য করা হবে না।”
অর্থাৎ প্রথমবারেই যে অর্থ জমা রাখা হবে, তার উপরে ২৮ শতাংশ জিএসটি বসানো হবে। এর পরের প্রতি বাজি বা জেতা অর্থের উপরে নতুন করে জিএসটি বসানো হবে না।
