Ashwini Vaishnaw: ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট হচ্ছে হোসুরে, পরিদর্শনে অশ্বিনী বৈষ্ণব
iPhone Plant: মোবাইল ফোনের দুনিয়ায় ভারত শীঘ্রই 'বিশ্বগুরু' হয়ে উঠবে এবং অ্যাপেলের আইফোন ভারতে তৈরি হবে বলে আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট হচ্ছে। ৫০০ একর জমির উপর তৈরি এই প্ল্যান্ট পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
হোসুর: মোবাইল ফোনের দুনিয়ায় ভারত শীঘ্রই ‘বিশ্বগুরু’ হয়ে উঠবে এবং অ্যাপেলের আইফোন (iPhone) ভারতে তৈরি হবে বলে আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। টাটা গোষ্ঠী আইফোন তৈরি করবে এবং বেঙ্গালুরুর কাছে হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট তৈরি হচ্ছে বলে মাস খানেক আগেই জানিয়েছিলেন মন্ত্রী। এবার সেই আইফোন প্ল্যান্ট পরিদর্শনে যাবেন অশ্বিনী বৈষ্ণব স্বয়ং।
জানা গিয়েছে, হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট। টাটা গ্রুপের কোম্পানি টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড (টিইপিএল) এটির বরাত নিয়েছে। ৫০০ একর জমির উপর তৈরি এই প্ল্যান্টে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং ১৫ হাজারের বেশি কর্মী কাজ নিয়োগ করা হয়েছে। ১২-১৮ মাসের মধ্যেই এই ইউনিট আরও বাড়ানো হবে এবং আরও ১০ থেকে ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ভারতে আইফোন উৎপাদনও যে কয়েক গুণ বৃদ্ধি পাবে তা বলা বাহুল্য।
আজ, সোমবার দেশের বৃহত্তম সেই আইফোন প্ল্যান্ট, হোসুরে টাটার কারখানা পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত, প্ল্যান্টের কাজকর্ম দেখতে এবং কতদিনে ভারতের আইফোন বাজারে আনা সম্ভব হবে, সে সব খতিয়ে দেখতে যাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি আইফোন তৈরি হয় চিনে। যদিও কোভিডের পর থেকে চিনে আইফোন উৎপাদনের কাজ কিছুটা ব্যাহত হয়েছে। সেই বাজার ধরার চেষ্টা শুরু করেছে ভারত। এবার হোসুরের কারখানায় পুরোদমে কাজ শুরু হলে ভারতে আইফোন উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে এবং বিশ্বের বাজারও ধরা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।