AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০০ টাকার কমে Unlimited Plan! BSNL-এর ধাক্কায় কেঁপে গেল Airtel, Jio, Vodafone

Unlimited Plan of BSNL: স্বল্প মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসার দৌড়ে অন্য সংস্থাগুলোর থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল।

১০০ টাকার কমে Unlimited Plan! BSNL-এর ধাক্কায় কেঁপে গেল Airtel, Jio, Vodafone
ফাইল চিত্রImage Credit: Getty Images
| Updated on: Jun 29, 2025 | 5:53 PM
Share

সম্প্রতি মে মাসের তথ্য প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। আর তাতে দেখা গিয়েছে লাফিয়ে গ্রাহক বেড়েছে জিও ও এয়ারটেলের। শেষ দুটো ত্রৈমাসিকে দারুণ লাভের মুখ দেখলেও রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের গ্রাহক সংখ্যা তেমন বাড়েনি মে মাসে। আর এবার নিজেদের অবস্থানকে আরও দৃঢ় করার জন্য বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে সংস্থাটি।

বিএসএনএল তাদের ৪জি পরিষেবা উন্নত করার চেষ্টা করছে। এ ছাড়াও তাদের ৫জি পরিষেবা সঠিকভাবে চালু করতেও মনোনিবেশ করছে এই সংস্থা। তবে, স্বল্প মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসার দৌড়ে অন্য সংস্থাগুলোর থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা।

দেশের প্রথম সারির ৩ টেলিকম সংস্থা টেলিকম যুদ্ধে টিকে থাকতে যখন তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে সেই সময় বিএসএনএল গ্রাহকদের জন্য অল্প মূল্যে রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। ইতিমধ্যে ১০০ টাকারও কম দামে আনলিমিটেড প্ল্যান নিয়ে এসেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।

১০০ টাকার কমে আনলিমিটেড প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। মাত্র ৯৯ টাকার এই প্ল্যানে রয়েছে ১৭ দিনের আনলিমিটেড কল ও ৫০ এমবি ডেটা। এর পর রয়েছে ১৪৭ টাকার প্ল্যান। এই প্ল্যানে রয়েছে ৩০ দিনের আনলিমিটেড কলিংয়ের সুবিধা। রয়েছে ১০ জিবি ডেটাও।