ক্রেডিট কার্ডের থেকেও সস্তায় শপিং হবে UPI-র মাধ্যমে, আসছে বড় আপডেট
UPI Payment: ক্রেডিট কার্ডে থাকে মার্চেন্ট ডিসকাউন্ট। ২ থেকে ৩ শতাংশ ছাড় থাকে। অর্থাৎ যখনই আপনি ক্রেডিট কার্ড দিয়ে ১০০ টাকা খরচ করেন, তার বিনিময়ে মার্চেন্ট বা ব্যবসায়ীকে -৩ টাকা দিতে হয়। ইউপিআই-র ক্ষেত্রে পুরো টাকাই পায় মার্চেন্ট।

নয়া দিল্লি: মুদি দোকান থেকে শপিং মল, যাবতীয় খরচ হচ্ছে ইউপিআই-র মাধ্যমেই। অনেকে আবার মাসের যাবতীয় খরচ ক্রেডিট কার্ড দিয়েই করেন অতিরিক্ত ক্যাশব্যাক বা পয়েন্টের আশায়। এবার অনেকের মনেই প্রশ্ন, ক্রেডিট কার্ড নাকি ইউপিআই- কোন মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকের লাভ বেশি?
এতদিন ক্রেডিট কার্ডে নানা ছাড়, সুযোগ-সুবিধা বা ক্যাশব্যাক পাওয়া যায়। এবার কেন্দ্রীয় সরকার ইউপিআই গ্রাহকদেরও এই সুবিধা দিতে চাইছে। সরকারের পরিকল্পনা, এমন এক ব্যবস্থা চালু করার, যাতে ইউপিআই-র মাধ্যমে পেমেন্ট করা ক্রেডিট কার্ডের থেকেও বেশি সস্তা হয়ে যায়।
ক্রেডিট কার্ডে থাকে মার্চেন্ট ডিসকাউন্ট। ২ থেকে ৩ শতাংশ ছাড় থাকে। অর্থাৎ যখনই আপনি ক্রেডিট কার্ড দিয়ে ১০০ টাকা খরচ করেন, তার বিনিময়ে মার্চেন্ট বা ব্যবসায়ীকে -৩ টাকা দিতে হয়। ইউপিআই-র ক্ষেত্রে পুরো টাকাই পায় মার্চেন্ট।
সূত্রের খবর, ক্রেতা বিষয়ক মন্ত্রক ইউপিআই পেমেন্টে এবার গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে চাইছে। যদি পরিকল্পনার বাস্তবায়ন হয়, তবে ইউপিআই পেমেন্টেও ছাড় পাওয়া যাবে ক্রেডিট কার্ডের মতো বা তার তুলনায় বেশি। যেমন ধরুন, কোনও জিনিস ক্রেডিট কার্ডে কিনতে দাম পড়বে ১০০ টাকা। ইউপিআই-তে পেমেন্ট করলে, তা আপনা-আপনিই দাম কমে ৯৮ টাকা হয়ে যাবে। অর্থাৎ গ্রাহকের ২ টাকা লাভ হবে।
ক্রেতা বিষয়ক মন্ত্রক এই প্রস্তাব নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডার, যেমন ই-কমার্স প্ল্যাটফর্ম, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলবে। তাদের পরামর্শের পরই আগামী জুন মাসে এই পরিকল্পনার নীল নকশা তৈরি করা হতে পারে।

