UPI Payment: ঘরে-বাইরে বিশ্বাস বাড়াচ্ছে UPI, এই ডিজিটাল পেমেন্ট নিয়ে RBI দিল সুখবর
RBI on UPI Payments: পাশাপাশি, তারা আরও জানিয়েছে, UPI আসার পর গোটা বছরে ১৮৫ বিলিয়ন বার টাকা লেনদেন করার সুযোগ খুলে গিয়েছে দেশের গ্রাহকদের কাছে। আর এই সংখ্যা ক্রমবর্ধমান। প্রতিবছর ৪১ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে।

নয়াদিল্লি: ঘরে-বাইরে পেমেন্টের পদ্ধতি একটাই। তা হল UPI। সম্প্রতি, নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে দেশের অন্যতম কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর সেই রিপোর্টেও UPI নিয়ে ভুরি ভুরি প্রশংসা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
পরিসংখ্য়ান তুলে ধরা তারা জানিয়েছে, ২০২৫ অর্থবর্ষে মোট ডিজিটাল পেমেন্টের ৮৩ শতাংশই ইউপিআই পেমেন্ট। গত অর্থবর্ষে এই সংখ্য়াটা ছিল ৭৯ শতাংশ। পাশাপাশি, তারা আরও জানিয়েছে, UPI আসার পর গোটা বছরে ১৮৫ বিলিয়ন বার টাকা লেনদেন করার সুযোগ খুলে গিয়েছে দেশের গ্রাহকদের কাছে। আর এই সংখ্যা ক্রমবর্ধমান। প্রতিবছর ৪১ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে।
তবে ইউপিআই ছাড়াও ডিজিটাল পেমেন্টের মধ্য়ে বৃদ্ধি পেয়েছে কার্ড, প্রিপেইড পেমেন্ট মাধ্যমও। RBI জানাচ্ছে, UPI ছাড়া অন্য়ান্য পেমেন্ট মাধ্যমগুলির ব্যবহারে মোট ৩৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।
শুধু ঘরেই নয়। দেশের বাইরেও বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছে UPI। এদিন কেন্দ্রীয় ব্যাঙ্ক জানায়, আগামী ২০২৮ সালের মধ্যে বিশ্বের একাধিক দেশে শুরু হয়ে যাবে ভারতীয় UPI ব্যবস্থা। মোট ২০টি দেশে স্বীকৃতি পাবে UPI। বর্তমানে ভুটান, মরিশাস, ফ্রান্স, নেপাল, সিঙ্গাপুরে QR কোড মাধ্য়মে UPI ব্যবস্থার পরিষেবা গ্রহণ করা যায়।

