AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Interest Rates on FD: ফিক্সড ডিপোজিটে বড় চমক আনল এই ব্যাঙ্ক, সুদের হার শুনলে চোখ উঠবে কপালে

Utkarsh Small Finance Bank: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্য়াঙ্ক। প্রবীণ নাগরিকরা পাবেন অতিরিক্ত হারে সুদ।

Interest Rates on FD: ফিক্সড ডিপোজিটে বড় চমক আনল এই ব্যাঙ্ক, সুদের হার শুনলে চোখ উঠবে কপালে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 26, 2023 | 1:19 AM
Share

উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে সুদের হার বদল করেছে। এরপর এই স্মল ফিন্যান্স সংশোধনের পরে, ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৪ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ দিচ্ছে। আর প্রবীণ নাগরিকদের জন্য ৪.৬০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে। সাধারণ মানুষ ১০ থেকে ১৫০০ দিনের আমানতের উপর সর্বোচ্চ ৮.২৫ শতাংশ রিটার্ন পেতে পারেন এবং প্রবীণ ব্যক্তিরা সর্বোচ্চ ৮.৮৫ শতাংশ রিটার্ন পেতে পারেন। উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এই নয়া সুদের হার ২২ মে থেকে কার্যকর হয়েছে।

উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার:

৭ দিন থেকে ৪৫ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৪ শতাংশ সুদ

৪৬ থেকে ৯০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৪.৭৫ শতাংশ সুদ

৯১ দিন থেকে ১৮০- সাধারণ গ্রাহকদের জন্য ৫.৫০ শতাংশ সুদ

১৮১ দিন থেকে ৩৬৪ বছরের কম সময়ে- সাধারণ গ্রাহকদের জন্য ৬.৫০ শতাংশ সুদ

৩৬৫ দিন থেকে ৬৯৯ দিন পর্যন্ত- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৭.৭৫ শতাংশ

৭০০ দিন থেকে ৯৯৯ দিন পর্যন্ত- সাধারণ নাগরিকদের জন্য ৮ শতাংশ

১০০০ দিন থেকে ১৫০০ দিন- সাধারণ নাগরিকদের জন্য ৮.২৫ শতাংশ

১৫০১ দিন থেকে ৫ বছর পর্যন্ত- সাধারণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ

৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- সাধারণ নাগরিকদের জন্য ৭ শতাংশ

এই উপরোক্ত সুদের হার গুলি ২২ মে তে কার্যকর হয়েছে বলে উৎকর্ষ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখিত রয়েছে। আর সাধারণ নাগরিকদের থেকে ৬০ বেসিস পয়েন্ট বেশি হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা।