বন্ধ হয়ে যাচ্ছে UTS অ্যাপ, আপনার মান্থলি RailOne-এ ট্রান্সফার করবেন কী করে?

Indian Railways: ভারতীয় রেলওয়ে জানিয়েছে, এই অ্যাপটি রেলযাত্রীদের জন্য 'সুপার অ্যাপ' হয়ে উঠবে। এবার থেকে রেলওয়ান অ্যাপে রিজার্ভ ও আন-রিজার্ভ টিকিট কাটা যাবে। লোকাল ট্রেনের টিকিট এবং সিজন পাস কাটা যাবে এই অ্যাপ থেকেই।

বন্ধ হয়ে যাচ্ছে UTS অ্যাপ, আপনার মান্থলি RailOne-এ ট্রান্সফার করবেন কী করে?
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jan 06, 2026 | 1:27 PM

নয়া দিল্লি: বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস অ্য়াপ। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের টিকিট, কোন ট্রেন কোথায় আছে, তা দেখা যেত এই অ্যাপের মাধ্যমে। এবার সেই ট্রেনের অ্যাপ বন্ধ হতে চলেছে। ইউটিএস অ্যাপের বদলে এবার শিফ্ট করা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম রেলওয়ানে। এবার অনেকেরই এই ইউটিএস অ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। তাদের টাকার কী হবে?

ইউটিএস অ্যাপ মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সিজনাল পাস বুকিং ও পাস রিনিউয়ালের মতো ফিচার্স ইতিমধ্যেই ইউটিএস অ্যাপে বন্ধ হয়ে গিয়েছে। ইউটিএস অ্যাপের যাবতীয় সুবিধা পাওয়া যাবে রেলওয়ান অ্য়াপে।

ভারতীয় রেলওয়ে জানিয়েছে, এই অ্যাপটি রেলযাত্রীদের জন্য ‘সুপার অ্যাপ’ হয়ে উঠবে। এবার থেকে রেলওয়ান অ্যাপে রিজার্ভ ও আন-রিজার্ভ টিকিট কাটা যাবে। লোকাল ট্রেনের টিকিট এবং সিজন পাস কাটা যাবে এই অ্যাপ থেকেই। অ্য়ান্ড্রয়েড প্লে স্টেশন ও আইওএস অ্যাপ স্টোরে এই অ্যাপ পাওয়া যাবে।

বর্তমানে রেলওয়ান অ্যাপ থেকে ইউটিএস টিকিট বুকিং করা যায় আর-ওয়ালেটের মাধ্যমে। এতে ৩ শতাংশ ডিসকাউন্টও পাওয়া যায়। রেলওয়ান অ্যাপে লাইভ ট্রেন ট্র্যাকিংয়ের ফিচার্সও রয়েছে। যাত্রীদের কোনও অভিযোগ থাকলে, তা অ্যাপেই গ্রিভেন্স রিড্রেসাল ফিচার্সের মাধ্যমে জানানো যাবে।

যারা বর্তমানে ইউটিএস অ্যাপ ব্যবহার করছেন, তাদের রেলওয়ান অ্যাপে স্থানান্তরিত করতে বলা হয়েছে। ইউটিএস খুললেই ট্রান্সফার টিকিট লিঙ্ক আসছে। সেই লিঙ্কে ক্লিক করলেই ইউটিএসে থাকা ব্যালেন্স রেলওয়ান অ্যাপে স্থানান্তরিত হয়ে যাবে।

কীভাবে করবেন?

  • প্রথমে ইউটিএস অ্যাপ খুলুন এবং ট্রান্সফার টিকিট লিঙ্কে ক্লিক করুন।
  • এবার আপনার অ্যাকটিভ সেশন পাস (মান্থলি, কোয়ার্টারলি বা অ্যানুয়াল) সিলেক্ট করুন।
  • এরপরে লগইন বা রেজিস্ট্রেশন করুন রেলওয়ান অ্যাপে।
  • এবার আপনাআপনিই ইউটিএস ওয়ালেটের ব্যালেন্স রেলওয়ান অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।
  • রেলওয়ান অ্যাপে রেজিস্ট্রেশনের পর এম-পিন (M-PIN) বসাতে হবে।