Vande Bharat Express: মাত্র ৩০ টাকায় চড়তে পারবেন বন্দে ভারত এক্সপ্রেস!

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 10, 2024 | 2:20 PM

Vande Bharat Express: বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন বন্দে ভারত। বাংলাতেও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চলছে। অনেকে ইতিমধ্যেই বন্দে ভারতে চড়েছেন। কেউ কেউ আবার বন্দে ভারত চড়ার প্ল্যানিং করছেন। আপনিও যদি এই দলে পড়েন, তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর।

Vande Bharat Express: মাত্র ৩০ টাকায় চড়তে পারবেন বন্দে ভারত এক্সপ্রেস!
বন্দে ভারত এক্সপ্রেস।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। যাত্রী পরিষেবা উন্নত করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে রেলওয়ে। বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন বন্দে ভারত। বাংলাতেও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চলছে। অনেকে ইতিমধ্যেই বন্দে ভারতে চড়েছেন। কেউ কেউ আবার বন্দে ভারত চড়ার প্ল্যানিং করছেন। আপনিও যদি এই দলে পড়েন, তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এবার বাসের ভাড়াতেই চড়তে পারবেন বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে।

সম্প্রতিই ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, কেরলের জন্য ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। ডিসেম্বরে বা নতুন বছর থেকেই এই ট্রেন চালু হবে। এছাড়াও আগামী বছর থেকে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনও, যেখানে যাত্রীরা রাতে দূরপাল্লার যাত্রা করতে পারবেন আরামদায়ক সিটে শুয়ে। পাবেন আধুনিক সমস্ত পরিষেবাও।

ভারতীয় রেলের তরফেই জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ন্যূনতম ভাড়া ৩০ টাকা ধার্য করা হচ্ছে। অর্থাৎ আপনি ৩০ টাকা দিয়েই বন্দে ভারত ট্রেন চড়তে পারবেন। এছাড়া  মাসিক টিকিটের অফারও আনা হয়েছে, যেখানে যাত্রীরা এক টিকিটে ২০ বার যাত্রা করতে পারবেন।

মান্থলি টিকিটের ক্ষেত্রেও দাম অনেকটাই কম। যেমন গুজরাটের ভূজ থেকে আহমেদাবাদ যাওয়ার টিকিটের দাম ৪৩০ টাকা। তবে এর সঙ্গে জিএসটি যোগ হবে।

Next Article