AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: ঘুরতে যাওয়ার প্ল্যান রেডি রাখুন, চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, কত খরচ পড়বে টিকিটের?

Railways: জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপারে মোট ১৬টি কামরা থাকবে। ১১টি এসি কামরা, ৪টি সেকেন্ড ক্লাস এসি ও ১টি ফার্স্ট ক্লাস এসি থাকবে।

Railways: ঘুরতে যাওয়ার প্ল্যান রেডি রাখুন, চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, কত খরচ পড়বে টিকিটের?
বন্দে ভারত স্লিপার ট্রেন।Image Credit: X
| Updated on: May 24, 2025 | 6:16 PM
Share

নয়া দিল্লি: দেশজুড়ে দ্রুতগতিতে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের জনপ্রিয়তা তুঙ্গে। আর বন্দে ভারতের জনপ্রিয়তার কথা মাথা রেখেই ভারতীয় রেলওয়ে আরও এক ধাপ এগিয়ে এবার আনছে বন্দে ভারত স্লিপার ট্রেন। ২০২৪ সালের সেপ্টেম্বরেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ট্রেনের প্রথম ঝলক সামনে এনেছিলেন। বর্তমানে সম্পূর্ণ প্রস্তুত এই সেমি হাই-স্পিড স্লিপার ট্রেন। কবে থেকে তা ট্র্য়াকে ছুটবে? কোন রুটেই বা চলবে এই ট্রেন?

জানা গিয়েছে, একাধিক রুটেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের। সূত্রের খবর, প্রথম ট্রেনটি চলতে পারে কেরল থেকে। তিরুবনন্তপুরম থেকে এই স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।  তবে রুট এখনও স্থির হয়নি।

পাশাপাশি দিল্লি-সেকেন্দ্রাবাদ রুটেও চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন। রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের পর বন্দে ভারত স্লিপার তৃতীয় প্রিমিয়াম ট্রেন হতে চলেছে। ১৬৬৭ কিলোমিটারের দূরত্ব ২০ ঘণ্টারও কম সময়ে অতিক্রম করবে।

জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। যা রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের থেকেও বেশি। রেল সূত্রে খবর, এই ট্রেন ৮টি স্টপেজে দাঁড়াবে। দিল্লি থেকে ছেড়ে প্রথমে আগ্রা ক্যান্টনমেন্ট, তারপর গোয়ালিয়র, লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশন, ভোপাল, ইতারসি, নাগপুর, বলহারশা, কাজিপট জংশনে দাঁড়াবে।

কত ভাড়া হবে বন্দে ভারত স্লিপারের?

জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপারে মোট ১৬টি কামরা থাকবে। ১১টি এসি কামরা, ৪টি সেকেন্ড ক্লাস এসি ও ১টি ফার্স্ট ক্লাস এসি থাকবে। থার্ড এসির ভাড়া ৩৬০০ টাকা, সেকেন্ড এসি কোচের ভাড়া ৪৮০০ টাকা ও ফার্স্ট এসি কোচের ভাড়া ৬০০০ টাকা হতে পারে।