AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nicolas Maduro: ট্রাম্পের ‘ম্যাজিক’, মাদুরো বন্দি হতেই ‘মালামাল’ Nike!

How Nicolas Maduro Helps Nike: Nike-এর খেলা ঘুরিয়েছে মাদুরোর পরনের ছাই রঙা জ্যাকেট। ট্রাম্পের পোস্ট করে ছবিটি ধরে সার্চ করতে শুরু করে অনেকেই। তাতেই দেখা যায়, ওই ধূসর জ্যাকেটটি Nike-এর। ইতিমধ্য়েই Google Trend, যা মানুষের সার্চ-কে ট্র্য়াক করে সাময়িক ট্রেন্ডের কথা উল্লেখ করে, তাতেও দেখা গিয়েছে এই জ্য়াকেট সার্চের প্রভাব।

Nicolas Maduro: ট্রাম্পের 'ম্যাজিক', মাদুরো বন্দি হতেই 'মালামাল' Nike!
প্রতীকী ছবিImage Credit: সংগৃহিত (Social Media)
| Updated on: Jan 05, 2026 | 3:29 PM
Share

নয়াদিল্লি: মাদুরো গ্রেফতার হতেই বিক্রি বাড়ল লাইফস্টাইল ব্র্য়ান্ড Nike-র। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে এই বিশ্ব বিখ্য়াত স্পোর্টসওয়্য়ার ব্র্যান্ডের কী সম্পর্ক? তাঁদের বিক্রি বাড়ার কারণটাই বা কী? একাংশ মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মাদুরোর ‘বন্দি অবস্থার’ প্রথম ছবিই বাড়িয়েছে বিক্রি।

কী দেখা গিয়েছিল সেই ছবিতে?

চোখে কালো আবরণ, কানে শব্দনিরোধক আবরণ। পরনে ছাইরঙা একটি জ্যাকেট। হাতে একটি জলের বোতল। কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, সেই মুহূর্তে মাদুরোর জন্য তা ঠাওর করা কোনও ভাবেই সম্ভব ছিল না। সেই সময়ই তোলা হয় এই ছবি। তিনি ছিলেন মার্কিন জাহাজে। এরপর সেই ছবি সমাজমাধ্যমে ট্রাম্প পোস্ট করতেই মিনিটে হল ভাইরাল। যেন গোটা দুনিয়া ওই ছবির অপেক্ষাতেই বসেছিল।

মালামাল Nike

Nike-এর খেলা ঘুরিয়েছে মাদুরোর পরনের ছাই রঙা জ্যাকেট। ট্রাম্পের পোস্ট করা ছবিটি ধরে সার্চ করতে শুরু করে নেটিজেনরা। তাতেই দেখা যায়, ওই ধূসর জ্যাকেটটি Nike-এর। ইতিমধ্য়েই Google Trend, যা মানুষের সার্চ-কে ট্র্য়াক করে সাময়িক ট্রেন্ডের কথা উল্লেখ করে, তাতেও দেখা গিয়েছে এই জ্য়াকেটের প্রভাব। রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একাধিকবার সার্চ করা হয়েছে এই জ্য়াকেটটিকে।

Donald Trump (25)

বেড়েছে বিক্রি!

মাদুরোর পরনে থাকা ছাই রঙা জ্য়াকেটের ছবি ট্রাম্পের হাত ধরে বিনামূল্য়েই পেয়েছে খ্যাতি। বেশ কিছু সংবাদমাধ্য়মের দাবি, ইতিমধ্যে নানা কমার্সিয়াল পণ্য়ের সাইটে এই জ্যাকেটের সব লট সম্পূর্ণ ভাবে বিক্রি হয়ে গিয়েছে। ‘সল্ড আউট’ দেখাচ্ছে সেখানে। তবে ‘থার্ড পার্টি’ ওয়েবসাইটে ছাই রঙা ওই জ্য়াকেট না পাওয়া গেলে Nike-র ওয়েবসাইটে এখনও এই জ্যাকেট পাওয়া যাচ্ছে। মোট ৭ হাজার ৮৮০ টাকা বিক্রি হচ্ছে এই ‘মাদুরো’ জ্যাকেট।