
নয়া দিল্লি: দুর্গাপুজোর সময় বা দিপাবলীর ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? যদি ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এখন ট্রেনের টিকিট কাটলে পাবেন ২০ শতাংশ ডিসকাউন্ট। এই সুযোগ দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। কীভাবে পাবেন এই সুবিধা, জেনে নিন-
উৎসবের মরশুমে ভারতীয় রেলওয়ে এনেছে রাউন্ড ট্রিপের অফার। সীমিত সময়ের জন্যই এই অফার পাওয়া যাবে। যারা যাওয়া এবং আসার টিকিট কাটবেন একসঙ্গে, তাদের টিকিটে ২০ শতাংশ ছাড় পাবেন। আগামী ১৩ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই রাউন্ড ট্রিপের সুবিধা পাওয়া যাবে।
ভারতীয় রেল জানিয়েছে, গত ১৪ অগস্ট থেকেই বুকিং শুরু হয়েছে এই প্যাকেজের। ২৬ অক্টোবর পর্যন্ত এই রাউন্ড ট্রিপ টিকিট বুক করা যাবে। ১৩ অক্টোবর বা তার পরে যাদের ভ্রমণের পরিকল্পনা, তারা এই প্য়াকেজ টিকিট কাটতে পারবেন। ২৬ অক্টোবর পর্যন্ত যাত্রার ক্ষেত্রে টিকিট কাটা যাবে। একইসঙ্গে রিটার্ন টিকিটও কাটতে পারবেন। ফেরার সময় হতে হবে ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। এক্ষেত্রে রিটার্ন টিকিটে অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ডের নিয়ম কার্যকর হবে না।
উল্লেখ্য, আপ-ডাউন, দুই পিঠের যাতায়াতের টিকিট কনফার্ম হলেই রাউন্ড ট্রিপ প্য়াকেজের সুবিধা পাওয়া যাবে। টিকিট বুক করলেই বেসিক ফেয়ারের উপরে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
এক্ষেত্রে মনে রাখতে হবে, রাউন্ড ট্রিপ প্য়াকেজে কাটা টিকিট যদি কেউ বাতিল করেন, তাদের সেই টাকা রিফান্ড পাওয়া যাবে না। এই প্যাকেজে টিকিট বুক করলে রেল ডিসকাউন্ট কুপন, ভাউচার বা রেল পাসও কার্যকর হবে না ।
রেলওয়ান অ্যাপের মাধ্যমে বা আইআরসিটিসি থেকে আপনি এই টিকিট বুক করতে পারেন। রেলওয়ান অ্যাপ থেকে টিকিট কাটতে হলে, প্রথমে এই অ্যাপ ডাউনলোড করুন।
এরপরে এমপিন বা বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে লগ ইন করতে হবে।
এবার অ্যাপ থেকে ‘অ্যাভেল ফেস্টিভাল প্যাকেজ’ অপশনে ক্লিক করুন এবং রাউন্ড ট্রিপ বুক করুন যাত্রা শুরুর দিন ও অন্যান্য তথ্য বসিয়ে। এরপরে পেমেন্ট করে দিলেই পিএনআর কনফার্মেশন চলে আসবে।