Aadhaar Card: বাবা-মা বা সন্তানের আধার কার্ডও লিঙ্ক করতে পারবেন আপনার সঙ্গে, জেনে নিন সেই পদ্ধতি

Aadhaar Card: অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক বা কোনও পরিষেবা পেতে গেলে শুধুমাত্র নিজের আধার কার্ড দিলেই চলে না, স্ত্রী, সন্তান, বাবা-মায়ের আধার কার্ডও প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে নিজের আধারের সঙ্গে বাকিদেরটা লিঙ্ক করা থাকলে সুবিধা হয়।

Aadhaar Card: বাবা-মা বা সন্তানের আধার কার্ডও লিঙ্ক করতে পারবেন আপনার সঙ্গে, জেনে নিন সেই পদ্ধতি
আধার কার্ড
Follow Us:
| Updated on: Oct 13, 2024 | 12:41 PM

নয়া দিল্লি: সরকারি হোক বা বেসরকারি, প্রতিটি কাজের জন্য আধার কার্ড থাকা প্রায় বাধ্যতামূলক। অনেকে আধার কার্ড সবসময় সঙ্গে রাখেন। তবে চাইলে আত্মীয়দের বা পরিবারের সদস্যদের আধার কার্ডও নিজের আধার কার্ডের সঙ্গে যুক্ত রাখা যেতে পারে।

অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক বা কোনও পরিষেবা পেতে গেলে শুধুমাত্র নিজের আধার কার্ড দিলেই চলে না, স্ত্রী, সন্তান, বাবা-মায়ের আধার কার্ডও প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে নিজের আধারের সঙ্গে বাকিদেরটা লিঙ্ক করা থাকলে সুবিধা হয়। এভাবে mAadhaar অ্যাপেও লিঙ্ক করে রাখা যেতে পারে। এছাড়া এতে বায়োমেট্রিক লকও লাগানো যাবে।

কীভাবে লিঙ্ক করবেন আত্মীয়দের আধার কার্ড?

প্রথমে স্মার্টফোনে mAadhaar অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বা আইফোন ব্যবহারকারী হলে গুগল প্লে বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে। অ্যাপের পরিবারের সদস্যদের লিঙ্ক করার অপশন খুঁজে বের করতে হবে। তাতে ট্যাপ করলেই পরিবারের সদস্যদের যোগ করা যেতে পারে।

যার আধার কার্ড লিঙ্ক করতে চান, তার আধার নম্বর, নাম, জন্মতারিখ ও সম্পর্ক উল্লেখ করতে হবে। এরপর পরিবারের সদস্যের কাছে যাবে ওটিপি। সেটা নির্দিষ্ট জায়গায় দিলেই একই জায়গায় পরিবারের সদস্যদের আধার কার্ড দেখতে পাবেন। পরিবারের বাকি সদস্যদের সংযোগ করতেও একই পদ্ধতি অবলম্বন করতে হবে।