AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Express: সবথেকে কম ভাড়ায় কোন ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে চড়তে পারবেন? তালিকায় আছে বাংলার দুটি ট্রেনও

Vande Bharat Express: জেনে রাখা দরকার, খুব কম ভাড়া দিয়েও বন্দে ভারতে চড়ার অভিজ্ঞতা অর্জন করা যায়। এমন পাঁচটি বন্দে ভারতের সন্ধান রইল, যেগুলির ভাড়া সবথেকে কম।

Vande Bharat Express: সবথেকে কম ভাড়ায় কোন 'বন্দে ভারত' এক্সপ্রেসে চড়তে পারবেন? তালিকায় আছে বাংলার দুটি ট্রেনও
পর্যটকদের সুবিধার জন্য ইতিমধ্যে দিল্লি থেকে সরাসরি বৈষ্ণোদেবী অর্থাৎ কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল। এবার আরও একটি স্পেশাল ট্রেন চালু হতে চলেছে
| Updated on: Jul 14, 2024 | 12:13 AM
Share

নয়া দিল্লি: একদিকে স্বাচ্ছন্দ্য আর অন্যদিকে দ্রুত গন্তব্যে পৌঁছনোর সুযোগ। এই দুই কারণেই বন্দে ভারত রেলযাত্রীদের অন্যতম পছন্দের ট্রেন। বর্তমানে দেশের একাধিক রুটে এই ট্রেন যাতায়াত করে। সাধারণ ট্রেনের থেকে বন্দে ভারতে সুযোগ-সুবিধা অনেকটাই আলাদা। খাবারও দেওয়া হয় এই ট্রেনে। তবে ভাড়া অপেক্ষাকৃত বেশি হওয়ায় বহু সাধারণ যাত্রী বন্দে ভারতে চড়ার ইচ্ছা প্রকাশ করেন না।

তবে জেনে রাখা দরকার, খুব কম ভাড়া দিয়েও বন্দে ভারতে চড়ার অভিজ্ঞতা অর্জন করা যায়। এমন পাঁচটি বন্দে ভারতের সন্ধান রইল, যেগুলির ভাড়া সবথেকে কম-

১. মুম্বই সেন্ট্রাল থেকে গান্ধীনগর সেন্ট্রাল

বুধবার বাদে প্রত্যেকদিন চলে এই ট্রেন। অতিক্রম করে মোট ৫২০ কিলোমিটার। এই দূরত্ব পেরতে সময় লাগে ৬ ঘণ্টা ২৫ মিনিট। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে চলছে এই ট্রেন। এই ট্রেনের টিকিটের দাম ৭৫৫ টাকা থেকে ১৯৫৫ টাকা পর্যন্ত।

২. মুম্বই সিএসটি থেকে সাইনগর শিরদি-

মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন চলে এই ট্রেন। ৩৪০ কিলোমিটার অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে ৫ ঘণ্টা ১০ মিনিট। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে চলছে এই ট্রেন। টিকিটের দাম ১০৯৫ থেকে ২০৪৫ টাকা।

৩. হাওড়া থেকে পুরী-

এই বন্দে ভারতও মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন চলে। ৫০০ কিলোমিটার অতিক্রম করে প্রতিদিন। ওই পথ যেতে এই ট্রেনের ৬ ঘণ্টা ২৫ মিনিট লাগবে। ২০২৩ সালের ১৮ মে থেকে এই বন্দে ভারত চলছে। এই ট্রেনের টিকিটের দাম ১০৬৫ টাকা থেকে ২৪৮৫ টাকা।

৪. দেরাদুন থেকে আনন্দবিহার টার্মিনাল-

মঙ্গলবার ছাড়া প্রতিদিনই যাত্রীরা এই ট্রেনে চাপতে পারবেন। পুরো রাস্তা যেতে সময় লাগে ৪ ঘণ্টা ৪৫ মিনিট। ২০২৩-এর ২৫ মে থেকে ট্রেনটি চলে। এই ট্রেনের ভাড়া ১০৬৫ টাকা থেকে ২৪৮৫ টাকা।

৫. নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি-

মঙ্গলবার ছাড়া প্রতিদিনই চলে এই রুটের বন্দে ভারত। ৪০৭ কিমি দূরত্ব পার করে প্রতিদিন। সময় লাগে ৫ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির ভাড়া ১০৭৫ থেকে ২০২৫।