Mukesh Ambani House: অম্বানিদের এক মাসের ইলেকট্রিক বিলের টাকায় কেটে যাবে সাধারণ মানুষের গোটা জীবন, কত বিল আসে জানেন?

Antilia: ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে মুকেশ ও নীতা অম্বানি অ্যান্টিলিয়াতে বসবাস শুরু করেন। ৪ লক্ষ বর্গ ফুটের এই বিলাসবহুল বাড়ির বিদ্যুতের বিল যে আমার-আপনার সাধারণ বাড়ির মতো হবে, এমন তো নয়।

Mukesh Ambani House: অম্বানিদের এক মাসের ইলেকট্রিক বিলের টাকায় কেটে যাবে সাধারণ মানুষের গোটা জীবন, কত বিল আসে জানেন?
Image Credit source: Getty Images

Mar 30, 2025 | 9:30 PM

আপনার বাড়িতে মাসে সর্বোচ্চ কত টাকা ইলেকট্রিক বিল এসেছে? ৫ হাজার টাকা? ১০ হাজার টাকা? কিন্তু আপনি কি জানেন দেশের সবচেয়ে বড়লোক যিনি, তাঁর বাড়িতে কত টাকা ইলেকট্রিক বিল আসে? টাকার অঙ্কটা একজন সাধারণ ভারতীয় সারা জীবনে যে টাকা উপায় করেন, তার আশেপাশেই কিন্তু।

মুকেশ ও নীতা অম্বানির ২৭ তলা বাসভবন অ্যান্টিলিয়ার নির্মান শুরু হয় ২০০৫ সালে। কাজ শেষ হয় ২০১০ সালে। অ্যান্টিলিয়ে তৈরি করছে প্রায় ২ বিলিয়োন আমেরিকান ডলার খরচ হয়েছিল অম্বানিদের। আর খরচের দিক থেকে বাকিংহাম প্যালেসের পর এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে দাবি বাসভবন।

আটলান্টিক মহাসাগরের একটি কিংবদন্তি ভৌতিক দ্বীপ থেকে অনুপ্রাণিত হয়ে অম্বানিদের বাড়ির নাম রাখা হয় অ্যান্টিলিয়া। আর সে দিক থেকে দেখলে এই নামের উৎস বেশ রহস্যময়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলছে, অ্যান্টিলিয়া বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বাসভবন। আর জাঁকজমকের দিক থেকে ২৭ তলা এই বাড়ি অনেক রাজপ্রাসাদকেও ছাড়িয়ে যায়।

২০১০ সালের ফেব্রুয়ারি মাসে মুকেশ ও নীতা অম্বানি অ্যান্টিলিয়াতে বসবাস শুরু করেন। ৪ লক্ষ বর্গ ফুটের এই বিলাসবহুল বাড়ির বিদ্যুতের বিল যে আমার-আপনার সাধারণ বাড়ির মতো হবে, এমন তো নয়। সংবাদমাধ্যমের তথ্য বলছে, শুধু প্রথম মাসেই ৬ লক্ষ ৩৭ হাজার ২৪০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছিল অ্যান্টিলিয়ায়। আর তার জন্য খরচ হয়েছিল প্রায় ৭০ লক্ষ ৭০ হাজার টাকা।