জেনারেলের টিকিটে এসি কোচে ভ্রমণ? কপালে কী কী শাস্তি জুটবে, জানলে আর রিস্ক নেবেন না

ঈপ্সা চ্যাটার্জী |

May 29, 2024 | 1:34 PM

Indian Railways: বিনা টিকিটে দূরপাল্লার ট্রেনে ওঠা বা জেনারেল বা স্লিপারের টিকিটে এসি কামরায় উঠলে, ভারতীয় রেলওয়ে আইন, ১৯৮৯-র অধীনে শাস্তি দেওয়া হয়। রেলওয়ে আইনের ১৩৮(বি) ধারা অনুযায়ী, বিনা টিকিটে বা নিজের কাছে থাকা টিকিটের তুলনায় উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা অবৈধ।

জেনারেলের টিকিটে এসি কোচে ভ্রমণ? কপালে কী কী শাস্তি জুটবে, জানলে আর রিস্ক নেবেন না
ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের ভিড়।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ছবি। দেখা যাচ্ছে এসি কামরায় সিট জবরদখল করে বসে রয়েছেন। দূরপাল্লার ট্রেনে এই দৃশ্য অনেকেরই চেনা। কিন্তু জানেন কি, বিনা টিকিটে ট্রেনে ওঠা বা রিজার্ভেশন ছাড়া অন্য কামরায় বসে থাকা আইনত অপরাধ। এর জন্য কী কী শাস্তি পেতে হতে পারে, জানেন?

বিনা টিকিটে দূরপাল্লার ট্রেনে ওঠা বা জেনারেল বা স্লিপারের টিকিটে এসি কামরায় উঠলে, ভারতীয় রেলওয়ে আইন, ১৯৮৯-র অধীনে শাস্তি দেওয়া হয়। রেলওয়ে আইনের ১৩৮(বি) ধারা অনুযায়ী, বিনা টিকিটে বা নিজের কাছে থাকা টিকিটের তুলনায় উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা অবৈধ।

কী কী শাস্তি হতে পারে?

  • যদি কোনও ব্যক্তি বিনা টিকিটে বা উচ্চ শ্রেণির কামরায় ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন, তবে ওই উচ্চ শ্রেণির টিকিটের দাম ও জরিমানা দিতে হবে।
  • যদি কোনও ব্যক্তি এই জরিমানা দিতে অস্বীকার করেন, তবে টিটিই ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন।
  • এছাড়া ওই ব্যক্তিকে ১০ দিন থেকে ১ মাস পর্যন্ত হাজতবাসের সাজাও হতে পারে।

তবে বিনা টিকিটে বা উচ্চ শ্রেণিতে ভ্রমণ করতে গিয়ে যদি কোনও মহিলা বা শিশু ধরা পড়েন, তবে ওইব মহিলা বা শিশু যে স্টেশন থেকে উঠেছিলেন, তাকে সেই স্টেশনেই নামিয়ে দিতে আসতে হবে।

Next Article