IndusInd Bank-এ রাখা গ্রাহকদের সব টাকা কি জলে যাবে? বড় কথা জানাল RBI
IndusInd Bank: ইন্ডাসইন্ড ব্যাঙ্কের হিসাবে বিরাট গরমিল রয়েছে। ২১০০ কোটি টাকার হিসাব মিলছে না। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন এই বেসরকারি ব্য়াঙ্কের গ্রাহকরা।

মুম্বই: টালমাটাল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। হিসাবে বিরাট গরমিল রয়েছে। ২১০০ কোটি টাকার হিসাব মিলছে না। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন এই বেসরকারি ব্য়াঙ্কের গ্রাহকরা। তাদের জমা করা আমানত বা অর্থের কী হবে, তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে। এই পরিস্থিতিতে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক নিয়ে বক্তব্য রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ভবিষ্যৎ নিয়ে যখন গ্রাহকরা বেজায় চিন্তায়, তখন রিজার্ভ ব্যাঙ্ক তাদের আশ্বাস জুগিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের কাছে যথেষ্ট মূলধন রয়েছে। এর আর্থিক অবস্থা সন্তোষজনক। যে আর্থিক খামতি বা গলদ দেখা দিয়েছে, তা পূরণ করতে ব্যাঙ্ক কী পদক্ষেপ করছে, তা চলতি মাসের শেষভাগের মধ্যে জানাতে হবে।
আরবিআই বিবৃতিতে জানিয়েছে, গত ডিসেম্বর ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ১৬.৪৬ শতাংশ হারে মূলধন রয়েছে। প্রভিশন কভারেজ হারও ৭০.২০ শতাংশ রয়েছে। লিকুইড কভারেজ রেশিও বা হার-ও ১১৩ শতাংশ রয়েছে।
তবে আর্থিক অসঙ্গতির বিষয়টি সামনে আসতেই ব্যাঙ্কের শেয়ারে ব্যাপক পতন হয়েছে। ব্যাঙ্কের ১৫০০ কোটির বাজারমূল্যের উপরও এর প্রভাব হতে পারে।





