Wheat Price: মোদী সরকারের সৌজন্যে হু হু করে কমছে গমের দাম
Wheat Price: জানা গিয়েছে, ই-অকশনের মাধ্যমে ১৮.০৯ লক্ষ টন গম বিক্রি করা হয়েছে। ওপেন মার্কেট সেল স্কিমের মাধ্যমে বিক্রি করা হয়েছে ওই শস্য।

নয়া দিল্লি: মূল্যবৃদ্ধির ধাক্কায় জর্জরিত সাধারণ মানুষের জন্য এবার কিছুটা স্বস্তির খবর। কমতে পারে গম ও আটার দাম। গমের দাম নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। রুটি খাওয়াও যখন দায় হয়ে উঠেছিল, তখন এই খবর স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮.০৯ লক্ষ টন গম খোলা বাজারে বিক্রি করা হয়েছে। ফলে বাজারে গমের জোগান বেড়েছে। আর তার জেরেই কমছে দাম। জানা গিয়েছে, ই-অকশনের মাধ্যমে ১৮.০৯ লক্ষ টন গম বিক্রি করা হয়েছে। ওপেন মার্কেট সেল স্কিমের মাধ্যমে বিক্রি করা হয়েছে ওই শস্য।
এছাড়া, গত ৯ অগস্ট কেন্দ্র ঘোষণা করেছে, এই ওপেন মার্কেট সেল স্কিমে আরও ৫০ লক্ষ টন গম ও ২৫ লক্ষ টন চাল বিক্রি করা হবে। বর্তমানে গমের এমএসপি কুইন্টাল প্রতি ২১২৫ টাকা।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ১৩ বার ই অকশন করেছে। আর তাতেই এসেছে সাফল্য। গমের দাম এসেছে নিয়ন্ত্রণে। বর্তমানে দিল্লিতে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গম, গত জানুয়ারিতে যে দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কেজি।
