AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viren Merchant: ইনি মুকেশ অম্বানীর ছোট ছেলের ভাবি শ্বশুর, জানেন তিনি কত টাকার মালিক?

Who is Viren Merchant: অম্বানীদের ধন-দৌলত নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু, মার্চেন্ট পরিবার সম্পর্কে খুব কম লোকই জানেন। তাদের ব্যবসা, তাদের ধন-সম্পদ সম্পর্কে খুব কম লোকেরই ধারণা রয়েছে। রাধিকাও এক ব্যবসায়ী পরিবারেরই মেয়ে। তাঁর বাবা হলেন বীরেন মার্চেন্ট।

Viren Merchant: ইনি মুকেশ অম্বানীর ছোট ছেলের ভাবি শ্বশুর, জানেন তিনি কত টাকার মালিক?
অন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের সঙ্গে বীরেন মার্চেন্টImage Credit: Twitter
| Updated on: Jan 15, 2024 | 8:57 AM
Share

মুম্বই: বিয়ে করতে চলেছেন মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানি। পাত্রী রাধিকা মার্চেন্ট। সবকিছু ঠিক থাকলে, ১ থেকে ৩ মার্চের মধ্যে বসবে আরও এক জমজমাট বিয়ের আসর। অম্বানীদের ধন-দৌলত নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু, মার্চেন্ট পরিবার সম্পর্কে খুব কম লোকই জানেন। তাদের ব্যবসা, তাদের ধন-সম্পদ সম্পর্কে খুব কম লোকেরই ধারণা রয়েছে। রাধিকাও এক ব্যবসায়ী পরিবারেরই মেয়ে। তাঁর বাবা হলেন বীরেন মার্চেন্ট। ৫৮ বছর বয়সী এই ভারতীয় ব্যবসায়ী, ‘এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডে’র সিইও।

এর পাশাপাশি, এনকোর পলিফ্রাক প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, এনকোর বিজনেস সেন্টার প্রাইভেট লিমিটেড, এনকোর ন্যাচারাল পলিমার প্রাইভেট লিমিটেড, জেডওয়াইজি ফার্মা প্রাইভেট লিমিটেড, এবং সাইদর্শন বিজনেস সেন্টার প্রাইভেট লিমিটেড-সহ বেশ কয়েকটি কর্পোরেশনের ডিরেক্টডর হলেন বীরেন মার্চেন্ট। এতগুলি সংস্থার দায়িত্ব সামলালেও, এই কোটিপতি ধনকুবের প্রচারের বাইরে থাকতে চান। তিনি তার ব্যক্তিগত এবং ব্যবসায়িক জীবনকে ব্যক্তিগত স্তরে আবদ্ধ রাখতেই পছন্দ করেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৫৫ কোটি টাকা।

ভারতে খুব অল্প পরিবার আছে, যার প্রায় প্রত্যেক সদস্যই একেকজন উদ্যোগপতি। মার্চেন্ট পরিবার সে রকমই এক ব্যবসায়িক পরিবার। বাবা বীরেন মার্চেন্টের পাশাপাশি মা শায়লা মার্চেন্টও ব্যবসার সঙ্গে যুক্ত। রাধিকা এবং তাঁর বোন অঞ্জলি বণিকও ব্যবসায়িক জগতে অত্যন্ত সফল। অঞ্জলি মার্চেন্ট, ড্রাইফিক্স সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। আর রাধিকা হলেন ‘এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডে’র ডিরেক্টর।