Indian Stock Market: শুধু যুদ্ধ নয়, এই ৫ কারণে দর পড়ছে ভারতীয় স্টক মার্কেটের
Indian stock market: বিনিয়োগকারী এবং বিশ্লেষকরা উত্তর খুঁজছেন, কেন হঠাৎ ভারতীয় শেয়ার মার্কেটে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে? ইজরায়েল-হামাস যুদ্ধের মতো ভূ-রাজনৈতিক উত্তেজনা এর অন্যতম কারণ, তা সকলেই বুঝতে পারছেন। তবে, শুধুমাত্র এই ঘটনাই নয়, ভারতীয় শেয়ার বাজারের দরে পতনের পিছনে আরও বেশ কয়েকটি কারণ উঠে আসছে লগ্নিকারী এবং বাজার বিশ্লেষকদের বিশ্লেষণে।
মুম্বই: শেয়ার বাজারের লগ্নিকারীদের উদ্বেগ বাড়ছে। গত বেশ কয়েকটি ট্রেডিং সেশন জুড়ে ইক্যুইটি বেঞ্চমার্ক সেনসেক্স এবং নিফটিতে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিনিয়োগকারী এবং বিশ্লেষকরা উত্তর খুঁজছেন, কেন হঠাৎ ভারতীয় শেয়ার মার্কেটে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে? ইজরায়েল-হামাস যুদ্ধের মতো ভূ-রাজনৈতিক উত্তেজনা এর অন্যতম কারণ, তা সকলেই বুঝতে পারছেন। তবে, শুধুমাত্র এই ঘটনাই নয়, ভারতীয় শেয়ার বাজারের দরে পতনের পিছনে আরও বেশ কয়েকটি কারণ উঠে আসছে লগ্নিকারী এবং বাজার বিশ্লেষকদের বিশ্লেষণে।
মার্কিন ট্রেজারির উৎপাদন বৃদ্ধি
ভারতীয় স্টক মার্কেটের সাম্প্রতিক অস্থিরতার অন্যতম প্রধান কারণ, মার্কিন ট্রেজারির উৎপাদন বৃদ্ধি। মার্কিন সরকারি বন্ডের দর বাড়লে প্রায়শই আন্তর্জাতিক ইক্যুইটি বাজারে চাপ পড়ে। সেই চাপ থেকে রেহাই পায়নি ভারতের শেযার বাজারও। প্রাথমিকভাবে, যদিও কিছুটা স্বস্তি ছিল দালাল স্ট্রিট। গত ১০ বছরের মার্কিন ট্রেজারি উৎপাদনের পরিমাণ ৫ শতাংশের নীচে নেমে গিয়েছিল। তবে, চলতি সময়ে মার্কিন বন্ড মার্কেট রোলারকোস্টারের মত ওঠানামা করছে। দর আবার বেড়ে যাওয়ায়, ভারতীয় স্টক মার্কেট নিম্নমুখী হয়েছে।
ইজরায়েল-হামাস যুদ্ধ
ভূ-রাজনৈতিক উত্তেজনা সবসময়ই শেয়ার বাজারকে ধাক্কা দেয়। যুদ্ধের যে অনিশ্চয়তা, তার ক্ষতিকর প্রভাব পড়ে শেয়ার বাজারের উপর। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতেও এটা দেখা গিয়েছিল। ইজরায়েল-হামাস যুদ্ধেও ব্যতিক্রম হয়নি। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। এরও প্রভাব পড়েছে বাজারে।
মার্কিন ডলারের শক্তি বৃদ্ধি
আন্তর্জাতিক বাজারে ফের শক্তি বৃদ্ধি ঘটেছে মার্কিন ডলারের। মার্কিন ডলারের এই শক্তি বৃদ্ধি বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে। বিশ্বব্যাপী শেয়ার বাজারে বিনিয়োগকারীদের উপর এর প্রভাব পড়েছে। ভারতীয় বিনিয়োগকারীরাও এর বাইরে নয়।
বিদেশী লগ্নিকারীদের ভারতীয় স্টক বিক্রি
মার্কিন ডলারের শক্তি বাড়ায়, বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা লাগাতার ভারতীয় স্টকগুলি বিক্রি করছে। ভারতীয় স্টক থেকে তুলে, তাদের সম্পদ সোনা, বন্ড বা মুদ্রায় লগ্নি করতে চাইছে বিদেশি বিনিয়োগকারীরা।
মূল্যবৃদ্ধি
ইজরায়েল-হামাস যুদ্ধের কারণে, অপরিশোধিতা তেলের দাম বাড়ছে। আর জ্বালানির দাম বৃদ্ধির ফলে, ভারতে মৃল্যবৃদ্ধির হার বাড়তে পারে বলে উদ্বিগ্ন শেয়ার বাজার।