AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narayana Murthy: নিজেই শৌচাগার সাফ করেন নারায়ণ মূর্তি! তাঁর কি টাকার অভাব?

Narayana Murthy: ফোর্বস অনুযায়ী ইনফোসিসের প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ, ৪৮০ কোটি মার্কিন ডলার। এহেন নারায়ণ মূর্তি, ঝাঁটা-ন্যাকরা নিয়ে শৌচাগার পরিষ্কার করছেন, এই দৃশ্য কল্পনা করাও কঠিন। কিন্তু, তিনি তো বরাবরই ব্যতিক্রমী। বরাবর নিজের শৌচাগার, নিজেই পরিষ্কার করেন তিনি। কিন্তু কেন?

Narayana Murthy: নিজেই শৌচাগার সাফ করেন নারায়ণ মূর্তি! তাঁর কি টাকার অভাব?
কেন শৌচাগার পরিষ্কার করেন নারায়ণ মূর্তিImage Credit: Twitter
| Updated on: Jan 27, 2024 | 7:11 PM
Share

নয়া দিল্লি: ভারতে শৌচাগার পরিষ্কারের মতো ঘটনাকে অত্যন্ত নীচু নজরে দেখা হয়। সাধারণভাবে জনমানসে ধারণা, এই ধরনের কাজ বোধহয়, সমাজের তথাকথিত নীচু অংশের কাজ। বিশেষ করে ধনী বাড়ির কেউ নিজেই নিজের শৌচাগার পরিষ্কার করছেন, এই কথা আজও অভাবনীয়। আর সেই ব্যক্তির নাম যদি হয় নারায়ণ মূর্তি? ফোর্বস অনুযায়ী ইনফোসিসের প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ, ৪৮০ কোটি মার্কিন ডলার। এহেন নারায়ণ মূর্তি, ঝাঁটা-ন্যাকরা নিয়ে শৌচাগার পরিষ্কার করছেন, এই দৃশ্য কল্পনা করাও কঠিন। কিন্তু, তিনি তো বরাবরই ব্যতিক্রমী। বরাবর নিজের শৌচাগার, নিজেই পরিষ্কার করেন তিনি। কিন্তু কেন? একই প্রশ্ন তাঁকে করেছিলেন তাঁর ছেলে মেয়েরাও।

এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এর জবাব দিয়েছেন ইনফোসিস প্রতিষ্ঠাতা। তিনি জানিয়েছেন, এটা তাঁর ব্যক্তিগত নীতির বিষয়। তাঁর ছেলে রোহন এবং মেয়ে অক্ষরা ছোটবেলায় তাঁদের বাবাকে শৌচাগার পরিষ্কার করতে দেখে অবাক হয়ে যেত। তাঁরা নারায়ণ মূর্তিকে প্রশ্নও করেছিল, কেন তিনি নিজের শৌচাগার পরিষ্কার করছেন। তা করার মতো তো লোকের অভাব নেই। নায়ারণ মূর্তি বলেছেন, “আমার বাচ্চারা খুব কৌতূহলী ছিল। ওরা যা দেখত, সব নিয়ে ওদের অনেক প্রশ্ন থাকত। আমি ওদের বলতাম, কেউ আমাদের চেয়ে কম নয়। আমি ওদের বোঝাতাম, এটা অন্য মানুষদের সম্মান করার সর্বোত্তম উপায়। আমাদের সমাজে শৌচাগার পরিষ্কার করাকে অবজ্ঞার চোখে দেখা হয়। আমি ওদের বলতাম, কেউ আমাদের থেকে ছোট নয়।”

ভারপতীয় ধনকুবের আরও জানিয়েছেন, তিনি তাঁর ছেলেমেয়েকে বলতেন, “ঈশ্বরের আশীর্বাদে আমরা স্বচ্ছল পরিবারে জন্মেছি। সেটা আমাদের সৌভাগ্য। কিন্তু, এটাকে আমরা নিজেদের অধিকার হিসাবে গ্রহণ করতে পারি না। এই নিয়ে ঔদ্ধত্য দেখাতে পারি না। আমাদের উচিত যথাসম্ভব সমাজের প্রতি ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করা।”

এনডিটিভিকে নারায়ণ মূর্তি আরও জানিয়েছেন, তাঁর রাজনীতিতে যোগদানের কোনও ইচ্ছা বা পরিকল্পনা নেই। তাঁর বয়স এখন ৭৮ বছর। এই বয়সে নতুন ক্ষেত্রে কর্মজীবন শুরু করতে চান না। তার বদলে, সন্তান এবং নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতে চান। এছাড়া গান শুনে এবং পদার্থবিদ্যা, অর্থনীতির তো বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করবেন। তাঁর স্ত্রী সুধা মূর্তি বলেছেন, জনসেবা করতে চাইলে, তার জন্য রাজনীতিতে যোগ দেওয়ার দরকার নেই।