AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Price Hike: টমেটোর সেঞ্চুরি, আলু-পেঁয়াজের দাম তো কমছেই না! বাজেটের আগেই সামনে এল আসল কারণ

Price Hike: সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, গত দুই অর্থবছরে খাদ্যে মূল্যবৃদ্ধির হার ৯৭ শতাংশ বেড়েছে। আর চলতি বছরের জুন মাসে যেখানে মূল্যবৃদ্ধি ছিল ৯.৫৫ শতাংশ, সেখানে ২০২৪ সালের মে মাসে এই হার ছিল ৮.৬৯ শতাংশ।

Price Hike: টমেটোর সেঞ্চুরি, আলু-পেঁয়াজের দাম তো কমছেই না! বাজেটের আগেই সামনে এল আসল কারণ
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Updated on: Jul 22, 2024 | 7:01 PM
Share

নয়া দিল্লি: মূল্যবৃদ্ধির ধাক্কায় সাধারণ মানুষ কতটা জেরবার, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। আলু, পেঁয়াজ, টমেটোর মতো সবজিতে হাত ছোঁয়ানোই যাচ্ছে না। প্রশাসন সচেষ্ট হলেও দাম খুব একটা কমছে না। বাজেট পেশ হওয়ার আগেই সামনে এল আসল কারণ। সোমবার যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে মূল্যবৃদ্ধির কথা। সরকার যে সেই মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন, সে কথাও বলা হয়েছে।

সমীক্ষায় বলা হয়েছে, মূল্যবৃদ্ধি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। টমেটো ও পেঁয়াজের দাম অনেকটাই বেশি। অন্যদিকে ডালের দামও বেশ চড়া। অর্থাৎ সাধারণ খাবারে পাত ভরাতেই বেগ পেতে হচ্ছে মধ্যবিত্তকে। অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, দেশে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল জলবায়ুর পরিবর্তন। একদিকে প্রবল গরমে ফসলের ক্ষতি হচ্ছে, আবার যখন অতিবৃষ্টি হচ্ছে, তখন ফসলের ক্ষতির পাশাপাশি পণ্য সরবরাহও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, গত দুই অর্থবছরে খাদ্যে মূল্যবৃদ্ধির হার ৯৭ শতাংশ বেড়েছে। আর চলতি বছরের জুন মাসে যেখানে মূল্যবৃদ্ধি ছিল ৯.৫৫ শতাংশ, সেখানে ২০২৪ সালের মে মাসে এই হার ছিল ৮.৬৯ শতাংশ।

অর্থনৈতিক সমীক্ষায় মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দেওয়া হয়েছে। সারাদেশে উত্তাপ ক্রমশ বাড়ছে। বর্ষা হলেও তাতে ভারসাম্য নেই, অসময়ে নামছে বৃষ্টি, শিলাবৃষ্টিও দেখা যাচ্ছে জায়গায় জায়গায়। দেশের বিভিন্ন এলাকায় খরার কারণে খাদ্যের দাম বেড়েছে।

মঙ্গলবার পেশ হবে সাধারণ বাজেট। এই মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে নিস্তার দিতে কোনও বিশেষ ঘোষণা করা হবে কি না, সেদিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ।