AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

500 rs Note: ফের নোটবন্দি? ২০২৬-র মার্চ মাস থেকে বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট?

500 rs Note: ২০১৬ সালে নোটবন্দির সময় ২০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়। সেই সময়ই ৫০০ টাকার এই নতুন নোট আনা হয়।

500 rs Note: ফের নোটবন্দি? ২০২৬-র মার্চ মাস থেকে বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট?
ফাইল চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Jun 07, 2025 | 3:59 PM
Share

নয়া দিল্লি: ২০০০ টাকার নোটের মতোই বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোটও? সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই খবর। সত্যিই কি ২০২৬ সাল থেকে ৫০০ টাকার নোট বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার এই খবরের সত্যিটা সামনে এল।

একটি ইউটিউব চ্যানেলেই দাবি করা হয়েছে যে ২০২৬ সালের মার্চ মাস থেকে ৫০০ টাকার নোট বাতিল হয়ে যাবে। এই নিয়ে জল্পনা তৈরি হয়, শুরু হয় জোর চর্চা। তবে সরকার এই খবরকে ভুয়ো বলেই জানিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও ঘোষণা করেনি।

পিআইবি-র ফ্যাক্ট চেকের তরফে এই খবরের সত্যতা যাচাই করে বলা হয়েছে,  সরকার ৫০০ টাকার নোট বাতিল করেনি। তা সম্পূর্ণ বৈধ রয়েছে। সাধারণ মানুষ যেন এই ধরনের ভুয়ো তথ্যে বিশ্বাস না করেন।

এই ধরনের খবরে বিশ্বাস করা বা শেয়ার করার আগে তার অফিসিয়াল সূত্র যাচাই করে নেওয়া উচিত বলেই জানিয়েছে পিআইবি।

প্রসঙ্গত, ২০১৬ সালে নোটবন্দির সময় ২০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়। সেই সময়ই ৫০০ টাকার এই নতুন নোট আনা হয়।

আসল ৫০০ টাকার নোট চিনবেন কী করে?

  • ৫০০ টাকার নোটের আয়তন ৬৬মিলিমিটার-১৫০ মিলিমিটার। হালকা ধূসর রঙ এই নোটের।
  • ৫০০ টাকার নোটে লালকেল্লার ছবি থাকে।
  • এতে ইংরেজি, হিন্দি, বাংলা, অহমিয়া, গুজরাটি, কন্নড়, কাশ্মীরী, কোঙ্কনী, মালয়লম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পঞ্জাবী, তামিল, সংস্কৃত, তেলুগু ও উর্দু সহ ১৭টি ভাষায় ৫০০ টাকা লেখা রয়েছে।