Train Ticket Rule: ট্রেনে ৫ বছরের কম বয়সী শিশু নিয়ে উঠলেই কি দিতে হবে অতিরিক্ত টাকা? কী বলছে রেল

Indian Railways: সম্প্রতিই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ে দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হবে। এই নিয়েই জল্পনা শুরু হয়।

Train Ticket Rule: ট্রেনে ৫ বছরের কম বয়সী শিশু নিয়ে উঠলেই কি দিতে হবে অতিরিক্ত টাকা? কী বলছে রেল
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

|

Feb 17, 2025 | 2:01 PM

নয়া দিল্লি: নিত্যদিন লাখ লাখ যাত্রী ভ্রমণ করেন দূরপাল্লার ট্রেনে। এদিকে ট্রেনে সফরের যে বিভিন্ন নিয়ম রয়েছে, সে সম্পর্কে কিছুই জানেন না। ট্রেনে টিকিট কাটার ক্ষেত্রেও একাধিক নিয়ম রয়েছে, যা অনেকেই জানেন না। ফলে টিকিট কাটার সময় ঠকে যান বা অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়। এই যেমন, শিশুদের ট্রেনে ভ্রমণের নিয়ম। ট্রেনে সফর করার জন্য কি শিশুদের আলাদা টিকিট কাটতে হয়?

৫ বছরের উর্ধ্বে শিশুদের ক্ষেত্রে পূর্ণ টিকিট লাগে। তার থেকে কম বয়সী শিশুদের ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে কোনও টিকিট লাগে না। সম্প্রতিই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ে দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হবে। এই নিয়েই জল্পনা শুরু হয়।

রেলের কাছে টিকিটের এই নিয়ম সম্পর্কেই জানতে চাওয়া হয়েছিল। ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই তথ্য সম্পূর্ণ ভুল। টিকিট বুকিংয়ের নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি। একটি অপশন রয়েছে, যেখানে যাত্রীরা চাইলে তাদের সন্তানের জন্য আলাদা করে বার্থ বুক করতে পারেন। যদি কোনও যাত্রী শিশুর জন্য আলাদা বার্থ বুক না করেন, তবে তাকে কোনও অতিরিক্ত টাকাই দিতে হবে না।

২০২২ সালেই রেলওয়ের তরফে বেবি বার্থ আনা হয়। এতে লোয়ার সিটের পাশেই ছোট একটি বার্থ থাকে, যাতে শিশুরা শুতে পারে। ব্যবহার না হলে, এই সিট ফোল্ড করে রাখা যায়।  ট্রায়াল পর্যায়ে লখনউ মেইল ট্রেনেই এই সিটের সংযোজন করা হয়েছিল। পরবর্তী সময়ে বাকি ট্রেনেও এই সিট যোগ করার পরিকল্পনা ছিল রেলের।