AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Cylinder: আগামী মার্চ পর্যন্ত মাত্র ৫২৯ টাকাতে পাবেন LPG সিলিন্ডার

LPG Connection: শুধু উত্তবিত্ত বা মধ্যবিত্ত নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দৌলতে গরিবের ঘরেও পৌঁছে গিয়েছে রান্নার গ্য়াসের সংযোগ। বর্তমানে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা।

LPG Cylinder: আগামী মার্চ পর্যন্ত মাত্র ৫২৯ টাকাতে পাবেন LPG সিলিন্ডার
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Jun 23, 2024 | 2:52 PM
Share

নয়া দিল্লি: উনুনে রান্না করার দিন অতীত, এখন ঘরে ঘরেই রয়েছে এলপিজি সংযোগ। এলপিজি ব্যবহার করেই রান্না হয় বাড়িতে। শুধু উত্তবিত্ত বা মধ্যবিত্ত নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দৌলতে গরিবের ঘরেও পৌঁছে গিয়েছে রান্নার গ্য়াসের সংযোগ। বর্তমানে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। তবে আপনি কি জানেন, আরও ৩০০ টাকা কম দামে, অর্থাৎ ৫২৯ টাকাতেই পেতে পারেন রান্নার গ্যাস?

এই সুবিধা পাওয়া সম্ভব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan Mantri Ujjwala Yojana)। কেন্দ্রীয় এই প্রকল্পের অধীনে উপভোক্তারা ৩০০ টাকার ভর্তুকি বা সাবসিডি পান। সেক্ষেত্রে ১৪.২ কেজি রান্নার গ্য়াসের যা দাম, তার থেকে আরও ৩০০ টাকা কম দামে পাওয়া যায় এলপিজি সিলিন্ডার।

এর জন্য গ্যাসের সংযোগ নেওয়ার সময়ই উপভোক্তাদের উজ্জ্বলা যোজনার আবেদন করতে হয়। তবে এক্ষেত্রে নিয়ম রয়েছে। যাদের আর্থিক অবস্থা দুর্বল, তারাই এই সুবিধা পাবেন। পরিবারের মহিলারাই উজ্জ্বলা যোজনার সুবিধা পান। এক্ষেত্রে পরিবারের একজনের নামেই গ্যাসের সংযোগ থাকতে হবে।

প্রসঙ্গত, এ বছর আগামী ৯ মাসের জন্য উজ্জ্বলা যোজনার অধীনে ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাবেন। অর্থাৎ আগামী ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন।

২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকার এই যোজনা চালু করে। বর্তমানে দেশজুড়ে ১০.২৭ কোটি উপভোক্তা রয়েছে এই যোজনায়। সরকার আরও ৭৫ লক্ষ নতুন সংযোগ দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলেই জানিয়েছে।