AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও চলবে, SBI-এর এই কার্ড দিয়ে তুলতে পারবেন টাকা

SBI Card: সিঙ্গাপুরে, ফ্ল্যাশ পে নামে একটি কার্ড চালু আছে, যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকলেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা। সেরকমই একটি কার্ড ভারতেও বিতরণ করা হচ্ছে।

ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও চলবে, SBI-এর এই কার্ড দিয়ে তুলতে পারবেন টাকা
এসবিআইImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Sep 28, 2024 | 8:02 AM

নয়া দিল্লি: ডিজিটাল পেমেন্টের জগতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। ইউপিআই ব্যবস্থায় উপকৃত হয়েছেন বহু মানুষ। আর এবার নতুন উদ্যোগ। একেবারে সিঙ্গাপুরের আদলে তৈরি করা হয়েছে একটি বিশেষ কার্ড। সিঙ্গাপুরে, ফ্ল্যাশ পে নামে একটি কার্ড চালু আছে, যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকলেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা। সেরকমই একটি কার্ড ভারতেও বিতরণ করা হচ্ছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) এবং সেভ সলিউশন নামে এক সংস্থা যৌথভাবে এই কার্ড তৈরি করেছে।

আপাতত দিল্লি মেট্ররো স্টেশনগুলিতে এই কার্ড দেওয়া হচ্ছে, যার নাম ‘ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড’ (এনসিএমসি)। মেট্রো যাত্রীরা যাতে সহজে, সুবিধাজনকভাবে এবং নিরাপদ পেমেন্ট করতে পারেন, সেই ব্যবস্থাই রাখা হয়েছে।

তবে শুধুমাত্র মেট্রো পরিষেবার জন্য নয়, বাস, টোল, কেনাকাটা এবং এটিএম থেকে নগদ টাকা তোলার জন্যও ব্যবহার করা যেতে পারে এই NCMC কার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক দেশ, এক কার্ড’ উদ্য়োগের বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সেভ সলিউশন নামে ওই সংস্থাকে মেট্রো স্টেশনগুলিতে কার্ড বিক্রি করা এবং চালু করার প্রক্রিয়া সহজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেভ সলিউশনের কর্মীদের মেট্রো স্টেশনে রাখা হচ্ছে, যেখানে তারা যাত্রীদের কার্ড সক্রিয় করতে সাহায্য করছে।

NCMC কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল, এটি বিভিন্ন শহরে ব্যবহার করা যায়। বিশেষত পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে এটি অত্যন্ত উপযোগী। মেট্রো স্টেশন এবং অন্যান্য NCMC-সমর্থিত টার্মিনালগুলিতে ‘ট্যাপ-এন্ড-গো’ প্রযুক্তির মাধ্যমে লেনদেন করতে পারবেন যাত্রীরা। এই কার্ডটি একটি অফলাইন ওয়ালেটের সুবিধাও দেয়। ফলে, নির্দিষ্ট পরিমাণ টাকা, ইন্টারনেট সংযোগ ছাড়াই লেনদেন করা যায়।

NCMC কার্ড দিয়ে পয়েন্ট অফ সেল টার্মিনালে কেনাকাটা করা যাবে, এটিএম থেকে নগদ টাকা তোলার জন্ওয ব্যবহার করা যাবে। তবে দৈনিক লেনদেনের ক্ষেত্রে একটি নির্ধারিত সীমা রয়েছে।