AIIMS Bhopal Recruitment 2022: দারুণ বেতন, সরকারি এই চিকিৎসা প্রতিষ্ঠানে বিপুল পদে চলছে নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন…
AIIMS Bhopal Recruitment 2022: এইমস ভোপালে মোট ১৪২টি শূন্যপদে নিয়োগ করা হবে। এরমধ্যে ১০০টি ফ্যাকাল্টি ও ৪২টি নন-ফ্যাকাল্টি পদে নিয়োগ করা হবে।
কলকাতা: লেখাপড়া শেষ করার পর প্রত্যেকেই চান সম্মানজনক কোনও চাকরি করতে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মনমতো চাকরি পাওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে। করোনাকালে চাকরি হারিয়েছেন লক্ষাধিক মানুষ। নতুন কর্মসংস্থানের সুযোগও সেভাবে গড়ে ওঠেনি। তবে যে কাজের চাহিদা ও কদর ক্রমশ বেড়েই চলেছে, তা হল চিকিৎসা সংক্রান্ত নানা কাজ। করোনা সংক্রমণ এসে আমাদের চোখে আঙুল দিয়ে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয়তাকে বুঝিয়ে দিয়েছে। আপনিও যদি এই মহৎ পেশার সঙ্গে যুক্ত হতে চান, তবে আপনাকে সুবর্ণ সুযোগ দিচ্ছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স বা এইমস ভোপাল। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই চিকিৎসা প্রতিষ্ঠানে শুরু হয়েছে নিয়োগ। ফ্যাকাল্টি ও নন-ফ্যাকাল্টি- দুই পদেই নিয়োগ করা হবে।
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-
এইমস ভোপালে মোট ১৪২টি শূন্যপদে নিয়োগ করা হবে। এরমধ্যে ১০০টি ফ্যাকাল্টি ও ৪২টি নন-ফ্যাকাল্টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা এইমস ভোপালের অফিশিয়াল ওয়েবসাইট aiimsbhopal.edu.in- এ গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন। এছাড়া তারা এইমসের কেরিয়ার পোর্টালে গিয়েও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারেন।
কোন কোন পদে নিয়োগ করা হবে-
ফ্য়াকাল্টি:
- অ্যানেস্থেসিওলজি
- বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
- কার্ডিওলজি
- কার্ডিওথোরাটিক সার্জারি
- ডার্মাটোলজি
- ই.এন.টি
- এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম
- গ্যাস্ট্রোএন্ট্রোলজি
- জেনারেল মেডিসিন
- জেনারেল সার্জারি
- হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন
- হেমাটোলজি
- মাইক্রোবায়োলজি
- নিওন্যাটোলজি
- নেফ্রোলজি
- নিউরোলজি
- নিউরো সার্জারি
- গাইনোকোলজি
- অপথ্যালোমোলজি
- অর্থোপেডিকস
- পেডিয়াট্রিক সার্জারি
- ফিজিওলজি
- সাইক্রায়ট্রি
- পুলমোলজি মেডিসিন
- রেডিয়ো ডায়গনোসিস
- সার্জিকাল গ্য়াস্ট্রোএন্ট্রোলজি
- সার্জিকাল অঙ্কোলজি
- ট্রমা
- ইমার্জেন্সি
- ইউরোলজি
- যদি কোনও আবেদনকারী একাধিক পোস্টের জন্য আবেদন করতে চান, তবে তাকে প্রত্যেকটি পদের জন্য আলাদাভাবে আবেদনপত্র ও ফি জমা দিতে হবে।
আবেদনের জন্য কী কী নথি লাগবে?
ইমেইল আইডি ও মোবাইল নম্বর
স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি
আবেদনকারীর স্ক্য়ান করা সই
অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার নথি।
আবেদন ফি-
ফ্যাকাল্টি পোস্টগুলির জন্য সাধারণ ও অনগ্রসর শ্রেণিকে ফি বাবদ ২ হাজার টাকা দিতে হবে। জনজাতি/উপজাতি ও শারীরিকভাবে অক্ষমদের ৫০০ টাকা ফি দিতে হবে।
নন-ফ্যাকাল্টি পদে আবেদনের জন্য ১ হাজার টাকা ফি দিতে হবে। জনজাতি/উপজাতি ও শারীরিকভাবে অক্ষমদের ক্ষেতেরে ২৫০ টাকা ফি দিতে হবে।