AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ITBP Recruitment: উচ্চ মাধ্যমিক পাসে ITBP তে নিয়োগ, মাসিক বেতন প্রায় ১ লক্ষ টাকা

ITBP Recruitment: ITBP তে অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৩ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

ITBP Recruitment: উচ্চ মাধ্যমিক পাসে ITBP তে নিয়োগ, মাসিক বেতন প্রায় ১ লক্ষ টাকা
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 7:30 AM
Share

কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির সুযোগ এবার রাজ্য়ের চাকরি প্রার্থীদের জন্য। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (Indo-Tibetan Border Police Force)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয়ের জন্যই নিয়োগের সুযোগ রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (Indo-Tibetan Border Police Force)

পদের নাম:

অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর (ফার্মাসিস্ট) [Assistant Sub Inspector (Pharmacist)]পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ২৪ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

চাকরিপ্রার্থীকে এই শূন্যপদে আবেদন করার জন্য দ্বাদশ শ্রেণি পাস করতে হবে। আর দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা থাকতে হবে আবেদনকারীর। এর পাশাপাশি আবেদনকারীর একটি কেন্দ্র বা রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। এর সঙ্গে প্রার্থীদের ফার্মাসি অ্যাক্ট ১৯৪৮ অনুযায়ী রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

অনলাইনেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। ITBP-র ওয়েবসাইটে গিয়েই করতে হবে আবেদন।

আবেদনমূল্য:

অসংরক্ষিত প্রার্থী, অন্যান্য অনগ্রসর জাতি ও আর্থিকভাবে অনগ্রসর শ্রেণিদের ১০০ টাকা করে আবেদনমূল্য দিতে হবে। তফসিলি জনজাতি, তফসিলি উপজাতি, মহিলা বা প্রাক্তন কর্মীদের কোনও টাকা দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ :

২৩ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

বেতন:

পে ম্যাট্রিক্সের লেভেল ৫ অনুযায়ী মিলবে বেতন। সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন মিলবে ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

নির্বাচন পদ্ধতি:

ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (Physical Standard Test) ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (Physical Efficiency Test) টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে।

নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন