Ashneer Grover: লোভনীয় অফার! এই সংস্থায় যোগ দিলেই মিলবে ঝা চকচকে BMW-Mercedes Benz গাড়ি, চাকরি করবেন নাকি?

Start-Up Company: এই প্রথম নয়, নিজের প্রথম স্টার্টআপ ভারত পে-র সূচনা যখন করেছিলেন, তখনও সংস্থায় কর্মী টানতে তিনি এই ধরনের নানা দামি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

Ashneer Grover: লোভনীয় অফার! এই সংস্থায় যোগ দিলেই মিলবে ঝা চকচকে BMW-Mercedes Benz গাড়ি, চাকরি করবেন নাকি?
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 8:00 AM

নয়া দিল্লি: শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার দৌলতে দেশের বিভিন্ন অন্যতম বড় বড় বেশ কয়েকটি সংস্থা, যারা বাণিজ্য জগতে নিজেদের বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন, তাদের প্রতিষ্ঠাতাদের সঙ্গে পরিচিত হয়েছে গোটা দেশ। এমনই একজন হলেন আশনীর গ্রোভার(Ashneer Grover)। তিনি অনলাইন লেনদেন সংস্থা ভারত পে(Bharat Pe)-র সহ প্রতিষ্ঠাতা। তবে গত বছরই তিনি নিজের সংস্থা ছেড়ে বেরিয়ে গিয়েছেন। নিজের উদ্য়োগেই শুরু করেছেন আরেকটি স্টার্টআপ সংস্থা। নতুন এই সংস্থায় কর্মী টানতেও লোভনীয় নানা অফার দিচ্ছেন তিনি। অন্যান্য সংস্থাগুলি যেখানে ভাল গ্রাচুয়িটি (Gratuity) বা মোটা বেতন দেন, সেখানেই আশনীর গ্রোভার ছক ভেঙে অফার দিচ্ছেন নতুন মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে বিএমডব্লু বাইক।

ভারত পে-র সহ প্রতিষ্ঠাতা আশনীর গ্রোভার নিজের লিঙ্কডইন প্রোফাইলে নতুন সংস্থার ঘোষণা করতে গিয়েই জানান যে প্রচারের আলোর থেকে দূরে থেকে সম্পূর্ণ আলাদাভাবে কাজ করছেন। তাঁর এই সংস্থায় কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা তাঁর স্টার্টআপ সংস্থায় যোগ দেবেন এবং পাঁচ বছর চাকরি করবেন, তাদের গ্রাচুয়িটির বদলে নতুন মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার দেবেন।

ভারত পে-তেও একই পন্থা অনুসরণ করেছিলেন আশনীর-

এই প্রথম নয়, নিজের প্রথম স্টার্টআপ ভারত পে-র সূচনা যখন করেছিলেন, তখনও সংস্থায় কর্মী টানতে তিনি এই ধরনের নানা দামি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। ২০২১ সালে ভারত পে-র পথচলা শুরু করার সময় কর্মীদের বিএমডব্লু বাইক, মার্সিডিজ গাড়ি, দুবাইয়ের ঘুরতে যাওয়ার সুযোগের মতো নানা লোভনীয় অফার দেওয়া হয়েছিল। যারা সংস্থার প্রযুক্তি টিমে যোগ দিচ্ছিলেন, তাদের বিএমডব্লু বাইক দেওয়া হয়েছিল। প্রোডাক্ট ম্যানেজাররাও নানা গ্য়াজেট নিয়ে তৈরি বিশেষ প্যাকেজ উপহার পেয়েছিলেন।

সংস্থার নতুন ১০০ জন কর্মীকে এই লোভনীয় প্যাকেজ দেওয়ার ঘোষণা করেছিল ভারত পে। শুধু বিএমডব্লু বাইক-ই নয়, জাভা বাইক, কেটিএম ডিউক, এয়ারপড, স্যামসাং গ্যালাক্সি ঘড়ি সহ একাধিক জিনিস উপহার দেওয়া হয়েছিল। গোটা টেক টিম দুবাইয়ে আইসিসি মেন্স টি-২০ ওয়ার্ল্ড কাপ দেখতে পাঠানো হয়েছিল।